Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংকিংয়ে মুশফিক-মোস্তাফিজদের অবনতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২২ ১৫:৪১

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও হার। ক্রিকেটাররে ব্যক্তিগত পারফরম্যান্সও প্রত্যাশিত নয়। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়ল র‌্যাংকিংয়ে। র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানদের।

বুধবার (১০ আগস্ট) সপ্তাহিক র‌্যাংকিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। র‌্যাংকিংয়ে বোলিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান ও জিম্বাবুয়ে সিরিজ না খেলা সাকিব আল হাসানের। সাকিব দুই ধাপ নেমে গিয়ে ১৪ নম্বরে, মোস্তাফিজ ১৬ নম্বরে। তাসকিন আহমেদ চার ধাপ নেমে গিয়ে ৪২ নম্বরে গেছেন।

বিজ্ঞাপন

তবে অনেকদিন পর ওয়ানডে খেলার সুযোগ পাওয়া তাইজুল ইসলামের উন্নতি হয়েছে। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একাদশে ফিরেই পাঁচ উইকেট পাওয়া তাইজুল ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭১ নম্বরে। ওয়ানডেতে বোলিং র‌্যাংকিংয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে আছেন তামিম ইকবাল। ১৬ নম্বরে থাকা তামিমের অবস্থান পরিবর্তন হয়নি। মুশফিকুর রহিম ১৭ থেকে নেমে গেছেন ১৯ নম্বরে। লিটন দাসের অবনতি হয়েছে চার ধাপ। ২৮ নম্বরে নেমে গেছেন তিনি। সাকিব আল হাসান আছেন ৩০ নম্বরে। ওয়ানডেতে ব্যাটিং র‌্যাংকিংয়ে সবার ওপরে পাকিস্তানের বাবর আজম।

ওয়ানডের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবার ওপরে সাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন অলরাউন্ডার  র‌্যাংকিংয়ের ছয় নম্বরে।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি র‍্যাংকিং তামিম ইকবাল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর