৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
১০ আগস্ট ২০২২ ১৫:০৬ | আপডেট: ১০ আগস্ট ২০২২ ১৬:৫৬
হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হলে জিততেই হবে। এমন সমীকরণে খেলতে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে বেশ ভালোই এগুচ্ছিল সরকারীরা। কিন্তু মাত্র ৬ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পরেছে বাংলাদেশ। চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করছেন এনামুল হক বিজয় ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ।
বুধবার (১০ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ তৃতীয় ওয়ানডেতেও টস হেরেছে বাংলাদেশ। টস জিতে আজও প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। আগের দুই ম্যাচের মতো আজও বাংলাদেশ শুরুতে অবশ্য বেশ ভালোই এগুচ্ছিল।
বিপত্তি ঘটে এনামুল হক বিজয়ে। ইনিংসের নবম ওভারে নেগারাভার বলে পয়েন্টে খেলে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন বিজয়। তার কলে দৌড় দেন অপরপ্রান্তে থাকা তামিম ইকবাল। কিন্তু বিজয় দৌড় দিয়েই থেমে যান, ততক্ষণে তামিম পেরিয়ে এসেছেন অর্ধ ক্রিজ। ড্রাইভ দিয়েও বাঁচতে পারেননি তামিম, রান আউট।
সেখানেই বুঝি ছন্দপতন ঘটল! তিনে নামা নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই ক্যাচ দিয়েছেন পয়েন্টে। শর্ট বল হাঁকাতে গিয়ে ফিল্ডারের হাতে বল তুলে দিয়েছেন অনেকদিন অফ ফর্মে থাকা শান্ত। তিন বল পর মুশফিকুও ফেরেন শর্ট বলে। এভান্সের শর্ট বলটি ছিল অফস্ট্যাম্পের বাইরে। শেষ মুহূর্তে ব্যাট চালিয়ে দেন মুশফিক। থার্ডম্যানে থাকা এনগারাভা অনেকটা দৌড়ে এসে ক্যাচ তালুবন্দি করেন।
বিনা উইকেটে ৪১ থেকে মুহূর্তেই তিন উইকেটে ৪৭ হয়ে পড়ে বাংলাদেশ। তারপর দলকে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছেন এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ। তামিমের রান আউটের কারণ হলেও এনামুল অবশ্য ব্যাটিংটা বেশ ভালো করছেন। অপর দিকে উইকেটে পড়ে থাকার চেষ্টা মাহমুদউল্লাহর।
সারাবাংলা/এসএইচএস