হোয়াইটওয়াশ এড়াতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
১০ আগস্ট ২০২২ ১২:৫১ | আপডেট: ১০ আগস্ট ২০২২ ১৩:০৩
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বুধবার (১০ আগস্ট) মাঠে নামছে দুই দল। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হারারে স্পোর্টস ক্লাবে তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।
জিম্বাবুয়ে সফরে তিন ওয়ানডের তিনটিতেই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাবাহ তিন ম্যাচেই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। এই ম্যাচে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। পেসার ইবাদত হোসেনের অভিষেক হচ্ছে এবং একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।
সিকান্দার রাজার টানা দুই সেঞ্চুরিতে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেসে খেলে জিতেছে জিম্বাবুয়ে। আর এতেই দীর্ঘ ৯ বছর পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজে হারের লজ্জা বাংলাদেশের। তবে এবার হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে টিম বাংলাদেশ। এই লজ্জা এড়াতে বাংলাদেশকে তৃতীয় ওয়ানডে জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশি মারুমানি, তাকুদযোয়ানশি কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভের, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, টনি মুনয়োঙ্গা, ব্র্যাড ইভান্স, তানাকা চিভাঙ্গা, ভিক্টর নিয়ুচি এবং রিচার্ড এনগ্রাভা।
সারাবাংলা/এসএস