Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২২ ১৬:৩৫ | আপডেট: ৯ আগস্ট ২০২২ ১৮:৫৫

দীর্ঘ ৯ বছর পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হার বাংলাদেশের। রোববার দ্বিতীয় ওয়ানডেতে হেরে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের পর হারের স্বাদ পায় বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের সঙ্গে সঙ্গে বাংলাদেশ দল পেল শাস্তিও।

রোববার (৭ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আইসিসি।

বিজ্ঞাপন

যেখান বলা হয়, নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। যা আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। তামিম ইকবাল স্লো ওভার রেটের দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

বুধবার তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর লড়াই।

সারাবাংলা/এসএস

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ তামিম ইকবাল স্লো ওভার রেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর