Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহানের আঙুলে অস্ত্রোপচার সিঙ্গাপুরে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২২ ২১:০৭ | আপডেট: ৮ আগস্ট ২০২২ ২১:১০

হাতের আঙুলে অস্ত্রোপচার করাতেই হচ্ছে তরুণ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের। ফলে মাঠে ফিরতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে তার। এতে বলা যায় সোহানের আসন্ন এশিয়া কাপ খেলার সম্ভবনা কার্যত শেষই হয়ে গেল।

সোহানের আঙুলের চিড়ের ধরন বেশ জটিল। ইংল্যান্ডের চিকিৎসক রিপোর্ট দেখে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে উড়াল দিয়েছিলেন সিঙ্গাপুরে। সিদ্ধান্ত এমন ছিল, সিঙ্গাপুরের ডাক্তারও অস্ত্রোপচারের পরামর্শ দিলে আর দেরি করা হবে না।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের চিকিৎসকও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। আজ সোমবার (৮ আগস্ট) অস্ত্রোপচার করানোর কথা সোহানের। তরুণ ক্রিকেটার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দোয়া কামনা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও বিজ্ঞপ্তির মাধ্যমে সোহানের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোহান ফেসবুকে লিখেছেন, ‘আমার আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। সবার দোয়া প্রার্থনা করছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পেসার হাসান মাহমুদের বল ধরতে গিয়ে বাঁহাতের তর্জনীতে চোট পান সোহান। তখনই জানা গিয়েছিল, লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে তাকে।

সারাবাংলা/এসএইচএস

নুরুল হাসান সোহান বিসিবি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর