ফেরার অপেক্ষায় সাইফউদ্দিন
৮ আগস্ট ২০২২ ২০:৩৬ | আপডেট: ৮ আগস্ট ২০২২ ২০:৩৯
ইনজুরি অনেকদিন যাবতই ভোগাচ্ছে তরুণ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের অক্টোবরে। অনেকদিন দলের বাইরে থাকা সাইফ এখন ফেরার অপেক্ষায়। ইনজুরি কাটিয়ে বোলিং শুরু করেছেন তিনি। পূর্ণ ফিট হয়ে উঠতে পারেন এশিয়া কাপের আগেই।
পিঠের ইনজুরির কারণে ক্রিকেটের বাইরে ছিলেন অনেকদিন। পূনর্বাসনের পর গত ঢাকা লিগ খেলেছেন। ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন পেস বোলিংয়ে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল তার। সাইফের নামে বিমানের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ হানা দেয় কাঁধের ইনজুরি।
এই ইনজুরির চিকিৎসা নিয়েছেন ভারতের দিল্লিতে। ইনজুরি অবশ্য অনেকটাই কাটিয়ে উঠেছেন। বোলিং শুরু করেছেন। আজ সোমবার (৮ আগস্ট) মিরপুরে বোলিং করেছেন ফুল লাইনআপে। এশিয়া কাপের দলে থাকলে খুশি হবেন, জানালেন সাইফ।
তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে এশিয়া কাপ খেলা। আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলিনি। দুটি আইসিসি ইভেন্ট খেললেও এশিয়া কাপে খেলা হয়নি। এটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ কাজ করে। যদি সুযোগ পাই অবশ্যই আনন্দিত হব। কিছুদিন আগে ভারতের দিল্লি থেকে চিকিৎসা নিয়ে এসেছি। এরপর প্রথম ১ সপ্তাহ বিছানায় বিশ্রাম ছিল। ১ সপ্তাহ পর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি। ২ দিন হলো স্কিলের কাজ শুরু করেছি। আজ ফিজিও বায়েজিদ ভাই আমার বোলিং দেখেছেন। সব মিলিয়ে ইতিবাচক।’
নিজের বোলিং নিয়ে সাইফউদ্দিন যোগ করেন, ‘প্রথম থেকেই আজ ফুল রানআপে বল করেছি। ইনটেনসিটি হয়তো শতভাগ ছিল না। দিনকে দিন আস্তে আস্তে বাড়াব। যেহেতু আমার শরীর, আমি তো বুঝতে পারছি অবস্থা। আগের চেয়ে ভালো বোধ করছি বলেই আত্মবিশ্বাসী আমি।’
সাইফকে এশিয়া কাপে বিবেচনা করা হবে কিনা তা অবশ্য এখনো অজানা। খুলনায় এইচপি ও বাংলা টাইগার্সের অনুশীলন চলবে। প্রস্তুতি ম্যাচের আয়োজন হবে। ফিটনেস পরীক্ষা দেওয়ার পর ওই ম্যাচে খেলার কথা সাইফউদ্দিনের। ম্যাচের আগে যদি ফিটনেস টেস্টে উৎরাতে পারেন তাহলে এশিয়া কাপের জন্য তাকে ফিট ধরে নেওয়া যাবে।
সাইফ বলেন, ‘দেবাশীষ দাদার (দেবাশীষ চৌধুরী) সাথে এখনও দেখা হয়নি। বায়েজিদ ভাই পর্যবেক্ষণ করেছেন। কালকেই বোলিং দেখবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে খুলনায় প্র্যাকটিস ম্যাচ (এইচপি ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে) খেলতে যাব। এশিয়া কাপে থাকব কি থাকব না এটা নির্বাচক ও সংশ্লিষ্টরা দেখবেন। মাঠে খেলতে পারব এতেই খুশি।’
সবকিছু ঠিক থাকলে ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম খেলা ৩০ আগস্ট। এদিকে গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর চলতি জিম্বাবুয়ে সিরিজেও ধুঁকছে বাংলাদেশ। এতে বারবারই সাইফউদ্দিনের শূন্যতার কথা উঠছে।
সারাবাংলা/এসএইচএস