রাজা-চাকাবাহতে ভর করে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে
৭ আগস্ট ২০২২ ১৯:৫২
২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর দুর্দান্ত ফর্মে থাকা সিকান্দার রাজা এবং অধিনায়ক রেগিস চাকাবাহ মিলে ঘুরে দাঁড়ান। এই জুটি ইতোমধ্যেই ছুঁয়েছে শতরান।
প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন রাজা। আর দ্বিতীয় ওয়ানডেতেও দলের বিপর্যয়ের সময় হাল ধরেন তিনিই। ইনিংসের ৮ম ওভারে মাঠে নামতে হয় রাজাকে। তখন কাইতানো, কাইয়া এবং মাধেভেরেকে হারিয়ে চাপে জিম্বাবুয়ে। আর তখনই উইকেটে এসে হাল ধরেন রাজা।
হাসানের তোপে শুরুতেই চাপে জিম্বাবুয়ে
এরপর চতুর্থ উইকেটে মারুমানিকে সঙ্গে নিয়ে ৪২ বলে ২২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। এরপর মারুমানি ফিরলে উইকেটে আসেন অধিনায়ক চাকাবাহ। ১৬তম ওভারে চাকাবাহ যখন উইকেটে আসেন তখন জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ মাত্র ৪৯।
পঞ্চম উইকেটে চাকাবাহ আর সিকান্দার রাজা মিলে দুর্দান্ত এক জুটি গড়েন। দুইজনই তুলে নেন অর্ধশতক। ২৮তম ওভারে মেহেদি হাসান মিরাজকে ছক্কা হাঁকিয়ে ৬৭ বলে ফিফটি পূরণ করেন সিকান্দার রাজা। বেশি সময় নেননি চাকাবাহও। ৩০তম ওভারে তাসকিন আহমেদের প্রথম তিন বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ৩৪ বলে তুলে নেন তার ফিফটি। ওই ওভারে চাকাবাহ প্রথম চার বলে চারটি বাউন্ডারি হাঁকান।
এই রিপোর্ট লেখা অবধি জিম্বাবুয়ের সংগ্রহ ৩০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান। রাজা ৫৮ এবং চাকাবাহ ৫৮ রানে অপরাজিত আছেন।
সারাবাংলা/এসএস
জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টপ নিউজ দ্বিতীয় ওয়ানডে রেগিস চাকাবাহ সিকান্দার রাজা