হাসানের তোপে শুরুতেই চাপে জিম্বাবুয়ে
৭ আগস্ট ২০২২ ১৭:৫৬ | আপডেট: ৭ আগস্ট ২০২২ ১৯:৫২
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের সামনে ২৯১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের পেসে বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। দলীয় ১৩ রানেই দুই টপ অর্ডারকে হারিয়েছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়েকে ২৯১ রানের টার্গেট দিল বাংলাদেশ
ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বল, কেবলই তাকুদযওয়ানাশি কাইতানো স্ট্রাইকে এসেছেন। হাসান মাহমুদ অফ স্ট্যাম্পের বাইরে বল সুইং করে বেরিয়ে যাচ্ছিল। সেই বলে খোঁচা দিয়ে স্ট্যাম্পের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন। এতেই মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। কাইতানো ফেরেন রানের খাতা খোলার আগেই।
এক ওভার বিরতির পর তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন হাসান মাহমুদ। ওভারের পঞ্চম বলটি গুড লেংথে করেন হাসান। ওই বলটি ব্যাটারের কাছ থেকে সুইং করে বেরিয়ে যাচ্ছিল। আর ওই বলটি ব্যাটে এজ হয়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো ইনোসেন্ট কাইয়া। ৮ বলে ৭ রান করে ফেরেন তিনি। জিম্বাবুয়ে ১৩ রানে হারায় দ্বিতীয় উইকেট।
এই রিপোর্ট লেখা অবধি জিম্বাবুয়ের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ২১ রান। মারুমানি ১২ আর মাধেভের ১ রানে অপরাজিত আছেন।
সারাবাংলা/এসএস