Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুতেই জিম্বাবুয়ের দুই ওপেনারকে ফেরালেন ফিজ-শরিফুল

স্পোর্টস ডেস্ক
৫ আগস্ট ২০২২ ১৭:৫০ | আপডেট: ৫ আগস্ট ২০২২ ২০:১১

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। প্রথম দুই ওভারেই দুই ওপেনার রেগিস চাকাবাহ এবং তারাইসাই মাসাকান্দা ফেরান দুই টাইগার পেসার মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক এবং ওপেনিং ব্যাটার রেগিস চাকাবাহ। ওভারের প্রথম চার বল ডট দেন মোস্তাফিজ, পঞ্চম বলটি ফাইন লেগে ক্লিপ করে দুই রান নেন চাকাবাহ। শেষ বলটি অফ সাইডে ব্যাক অব লেংথে ফেলেন ফিজ। বলটি কভার দিয়ে খেলতে গিয়ে বটম এজে বোল্ড হন চাকাবাহ। দলীয় ২ আর ব্যক্তিগত ২ রানে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক।

বিজ্ঞাপন

দ্বিতীয় ওভারে বল হাতে আসা শরিফুলকে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানান মাসাকান্দা। তবে তার এই স্বাগত জানানোর ভঙ্গিটা যেন পছন্দ হয়নি শরিফুলের। তাই তো পঞ্চম বলে মাসাকান্দাকে মোসাদ্দেকের তালুবন্দি করান এই পেসার। শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে মাসাকান্দা বল তুলে দেন ঊর্ধ্বগগনে আর সেই বল তালুবন্দি করতে ভুল করেননি মোসাদ্দেক। ৫ বলে ৪ রান করা মাসাকান্দা ফেরেন দলীয় ৬ রানের মাথায়।

এই রিপোর্ট লেখা অবধি জিম্বাবুয়ের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটে ১৯ রান। ইনোসেন্ট কাইয়া ৯ আর মাধেভের ২ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ প্রথম ওয়ানডে

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর