Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ফিফটিতে উদ্বোধনী জুটির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
৫ আগস্ট ২০২২ ১৪:৫৯ | আপডেট: ৫ আগস্ট ২০২২ ১৫:৫৩

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গী লিটন দাস। দুই ওপেনারের দারুণ বোঝাপড়াতে এই জুটি ছুঁয়েছে শতরান। আর ফিফটি ছুঁয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ধীরেসুস্থে খেলতে থাকে দুই ওপেনার। সকাল বেলা হারেরের স্পোর্টস ক্লাবের উইকেটে বোলারদের জন্য কিছুটা সুবিধা ছিল। আর এ কারণেই দুই টাইগার ওপেনার ব্যাট চালিয়েছেন রোডেশিয়ান বোলারদের সমীহ করেই।

বিজ্ঞাপন

প্রথম পাওয়ার প্লে’র শেষ ওভারে অর্থাৎ ১০ম ওভারে তামিম ইকবাল দুটি চার মারলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫১। তবে পাওয়ার প্লে’র পরে রানের চাকা কিছুটা স্লথ হয়ে যায় বাংলাদেশের। দুই ব্যাটারই তখন আরও ধীর গতিতে খেলতে শুরু করেন। দুই ব্যাটারই ৬০ এর উপরে স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছেন।

এতেই দলের দ্বিতীয় ফিফটি ছুঁতে লেগে যায় ২৪ ওভার। প্রথম ফিফটি হতে যেখানে বাংলাদেশের লেগেছিল ৪৮ বল। সেখানে দ্বিতীয় ফিফটি হতে বল লেগেছে ৮৫টি।

দলের শতরান ছোঁয়ার আগে ওয়ানডেতে নিজের ৫৪তম ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ফিফটি ছুঁতে টাইগার অধিনায়ক খেলেছেন ৭৯টি বল। ইনিংসে ২৩তম ওভারের পাঁচ নম্বর বলে দুই রান নিয়ে পূর্ণ করেন ফিফটি।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে বিনা উইকেটে ১০৯ রান। তামিম ৫৭ আর লিটন ৪২ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ তামিম ইকবাল তামিম-লিটন প্রথম ওয়ানডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর