Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৫ আগস্ট ২০২২ ১২:৪৮ | আপডেট: ৫ আগস্ট ২০২২ ১৬:২৩

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার (৫ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ। আর প্রথম ম্যাচেই টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাবাহ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে। মুশফিকুর রহিম এবং এনামুল হক বিজয় দলে ফিরেছেন।

ঘরোয়া ক্রিকেটে বিশেষকরে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। তবে পছন্দের সংস্করণ ওয়ানডে খেলার সুযোগ হয়নি তার। অবশেষে জিম্বাবুয়েতে পেয়েছেন সে সুযোগ প্রথম ম্যাচে তাকে দলে রেখেছে টাইগাররা। সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি।

বিজ্ঞাপন

সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার মুখোমুখি ওয়ানডেতে। হারেরে স্পোর্টস ক্লাবে ম্যাচটি অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে বাংলাদেশ। আর নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতেই হার দেখেছে টাইগাররা। অন্যদিকে নিজেদের শেষ পাঁচ ম্যাচে কেবল একটিতেই জয় পেয়েছে জিম্বাবুয়ে।

ছুটিতে থাকার কারণে ওয়ানডে সিরিজেও নেই সাকিব আল হাসান। তবে ছুটি কাটিয়ে এবার দলে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। হজে যাওয়ার কারণে গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও দলে ফিরছেন মিস্টার ডিপেন্ডেবল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম , মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।

সারাবাংলা/এসএস

ওয়ানডে সিরিজ জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ প্রথম ওয়ানডে

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর