জিম্বাবুয়ের ওয়ানডে দলে নেই আরভিন-উইলিয়ামস
৪ আগস্ট ২০২২ ২২:২৮
রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস।
চোটের কারণে বাইরে রাখা হয়েছে ক্রেইগ আরভিনকে। আর টানা খেলার ধকল কাটাতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন শন উইলিয়ামস।
এখন পর্যন্ত জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা ভালো নয় বাংলাদেশের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে। পরের দুই ওয়ানডে যথাক্রমে- ৭ ও ১০ আগস্ট।
জিম্বাবুয়ে দল: রায়ান বার্ল, রেগিস চাকাবা, ব্র্যাডলি ইভান্স, লুক জংগুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ওয়েসলে মাধভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড গাভারা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।
সারাবাংলা/এসএইচএস