নেপালের সঙ্গে ড্র করেও সাফের ফাইনালে বাংলাদেশ
২ আগস্ট ২০২২ ১৮:৪৪ | আপডেট: ২ আগস্ট ২০২২ ১৮:৪৫
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। তবে এর আগে নিজেদের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আর তাতেই ফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা, দ্বিতীয় ম্যাচে ভারত আর তৃতীয় ম্যাচে মালদ্বীপকে হারিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট পায় বাংলাদেশ। এতেই ফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে যায়। তাই তো নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করলেই চলত বাংলাদশের। নেপালের সঙ্গে লিড নিয়েও শেষ পর্যন্ত ড্র করে বাংলাদেশ। এতেই গ্রুপ পর্বে ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েছে দুই দলই। তবুও গোলের দেখা পায়নি কেউই। আবার রক্ষণভাগ সামলে নেপালের আক্রমণও সামলেছে বাংলাদেশ। হজম করেনি কোনো গোলও। এতেই ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে।
দ্বিতীয়ার্ধে পাল্টায় স্কোরবোর্ডের চিত্র। ৬৩তম মিনিটে টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা পিয়াস আহমেদ নোভার গোলে লিড নেয় বাংলাদেশ। তবে বেশি সময় ধরে রাখতে পারেনি লিড। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানেই সমতায় ফেরে নেপাল।
শেষ পর্যন্ত ওই ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। বাংলাদেশ অপরাজিত থেকে ফাইনালের টিকিট কাটে।
সারাবাংলা/এসএস