শেষ ম্যাচে অধিনায়ক মোসাদ্দেক, সোহানের বদলি মাহমুদউল্লাহ
১ আগস্ট ২০২২ ১৮:২৫ | আপডেট: ১ আগস্ট ২০২২ ১৯:২৬
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক জয়ের ম্যাচে চোট পান অধিনায়ক নুরুল হাসান সোহান। ছিটকে যান সফরের বাকি ম্যাচ থেকে। চোট পাওয়া সোহানের পরিবর্তে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর সোহানের জায়গায় দলে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সোমবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাপারটি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক। এই ম্যাচে নুরুল হাসানের চোটে স্কোয়াডে নেওয়া হয়েছে বাধ্যতামূলক বিশ্রামে পাঠানো সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে।
জিম্বাবুয়েকে আজ ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচে উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পান সোহান। পেসার হাসান মাহমুদের বল ধরতে গিয়ে চোট পান তিনি।
ম্যাচ শেষে এক্স-রে করানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মুজাদ্দেদ আলফা স্যানি জানান, এক্স-রে’তে সোহানের আঙুলে চিড় ধরা পড়েছে। এমন ইনজুরি কাটিয়ে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগে।
সারাবাংলা/এসএস
জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ টপ নিউজ তৃতীয় টি-টোয়েন্টি মাহমুদউল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেন সৈকত