Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউকেই বাদ দেওয়া হয়নি: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২২ ২২:২১ | আপডেট: ৩১ জুলাই ২০২২ ২২:২৩

জিম্বাবুয়ে সিরিজের আগ মুহূর্তে টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারান মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও নাম নেই তার। রাখা হয়নি অপর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও। তারপর থেকেই প্রশ্ন ঘুরছে তবে কী মাহমুদউল্লাহ-মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, টি-টোয়েন্টি পরিকল্পনায় ভালোভাবেই আছেন দুই সিনিয়র।

বিজ্ঞাপন

আইসিসির সভা শেষে রোববার (৩১ জুলাই) দেশে ফিরেছেন পাপন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এক্সপেরিমেন্ট করা হবে, আগেই ঠিক করা ছিল। এখন সাকিব তো এই দলে নেই, ও কী পরে খেলবে না? সে তো বিশ্বকাপ খেলবে। এখানে আরও সিনিয়র ক্রিকেটার আছে। মুশফিক আছে, রিয়াদ আছে। কাউকেই বাদ দেওয়া হয়নি।’

পাপন বলেন, ‘উদাহরণস্বরূপ, এখন পর্যন্ত তো মনে হচ্ছে সোহান ভালো। আমাদের টি-টোয়েন্টির জন্য সে ফিট মনে হচ্ছে। কিন্তু এটা একটা-দুটো খেলা দেখে তো বোঝা যাবে না। ও সেরা একাদশে থাকবে কি না আমরা কিন্তু জানি না যখন সবাই যোগ দেবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে ১৭ রানে। আগে ব্যাটিং করে ২০৬ রান তুলেছিল জিম্বাবুয়ে।

প্রথম টি-টোয়েন্টির বাজে বোলিং নিয়ে প্রশ্ন তুললেন বিসিবি বসও। পাপন বলেন, ‘সেদিক দিয়ে বললে কালকের খেলা দেখতে পারিনি। কিন্তু ব্যাটিং খারাপ করেনি। আশ্চর্য হলাম পরিবর্তন করেছি ব্যাটিংয়ে, তরুণ এনেছি, বোলার তো সব পুরানো। ওরা এত রান করল কীভাবে, এত বাজে বল করলাম কীভাবে সেটাই তো আসল কথা। এটাই দেখার বিষয়। এটা নিয়ে ফোনে কথা বলছিলাম। হারা জেতা বড় কথা না, এত রান করল কীভাবে তারা (জিম্বাবুয়ে)।’

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ নাজমুল হাসান পাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর