সমতায় ফিরতে ১৩৬ রান প্রয়োজন বাংলাদেশের
৩১ জুলাই ২০২২ ১৮:৫০ | আপডেট: ৩১ জুলাই ২০২২ ২০:১৫
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে জিম্বাবুয়েকে ১৩৫ রানে আটকে রেখেছে বাংলাদেশ। স্বাগতিকদের অল্পতেই আটকে রাখাতে বড় অবদান মোসাদ্দেক হোসেন সৈকতের। ডানহাতি এই পার্টটাইম স্পিনার ৪ ওভারে ২০ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট।
প্রথম ম্যাচটা ১৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে। অর্থাৎ আজ ১৩৬ রান তুলতে পারলেই সিরিজে সমতায় ফিরবে নুরুল হাসান সোহানের দল।
রোববার (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ানরা একশ পেরুতে পেরেছে মূলত সিকান্দার রাজ্জার ব্যাটে। খণ্ডকালিন অফস্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতকে দিয়ে আজ ইনিংসের সূচনা করান বাংলাদেশ অধিনায়ক নুরুল হোসেন সোহান।
প্রথম বলেই উইকেট এনে দিয়েছেন সৈকত। সেই শুরু, এরপর সৈকত আগুনে শুধু পুড়েছে জিম্বাবুয়ে। জায়গায় বল রেখে হালকা টার্ন পাচ্ছিলেন মোসাদ্দেক। সেটাই সামলাতে না পেরে ৩১ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। পাঁচটি উইকেটই নিয়েছেন মোসাদ্দেক।
তখন মনে হচ্ছিল একশর আগেই হয়তো গুটিয়ে যাচ্ছে স্বাগতিকরা। তবে এরপর সিকান্দার রাজা দাঁড়িয়ে যান দারুণভাবে। প্রথমে উইকেটে পড়ে থাকতে চেয়েছেন। পরে সেট হওয়ার পর আক্রমনাত্মক ব্যাটিং করে দারুণ এক ফিফটি তুলে নিয়ে জিম্বাবুয়েকে বলার মতো সংগ্রহ এনে দিয়েছেন।
১৯তম ওভারে সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৬২ রান করেছেন সিকান্দার রাজা। ৫৩ বল খেলে এই রান করতে চার মেরেছেন ৪টি, ছক্কা ২টি। ৩১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন রায়ান বার্ল।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থেমেছে জিম্বাবুয়ে। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩০ রান খরচায় ১টি ও হাসান মাহমুদ ৪ ওভারে ২৬ রানে নিয়েছেন ১ উইকেট।
সারাবাংলা/এসএইচএস