টি-টোয়েন্টিতে ‘বাংলাদেশি ব্র্যান্ড’ তৈরি করতে চান সোহান
৩০ জুলাই ২০২২ ০২:১৫ | আপডেট: ৩০ জুলাই ২০২২ ০২:১৭
টি-টোয়েন্টি দলে পাওয়ার হিটারের অভাব। পাওয়ার প্লের ব্যাটিংয়ে বাংলাদেশের ভোগান্তি বহু বছরের। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার বলা হয়, বাংলাদেশি ক্রিকেটাররা শারীরিকভাবে পোক্ত নয় বলে পাওয়ার হিটিংয়ে সমস্যা! বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট খেলার কথা বলা হয়েছে বারবার। এই ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানও নতুন করে বললেন সেই পুরনো কথা।
এর আগে তামিম ইকবাল ‘বাংলাদেশি ব্র্যান্ডের’ ক্রিকেটের কথা বলেছেন। সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও বলেছেন এমন কথা। মাহমদুউল্লাহকে হঁটিয়েই জিম্বাবুয়ে সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সোহানকে।
এবারের সফরে জিম্বাবুয়েতে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আগামীকাল বিকেলে। তার আগে সোহান বললেন, ‘আমরা বাংলাদেশি—নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি “স্মার্ট এবং সেনসিবল” থাকি, ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারব। এখানে একটা সুযোগ বা আমাদের চাওয়া—নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে, তা নিয়ে অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত নই। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’
তবে যাই হোক, সফল্য খুঁজতে নতুন রাস্তা বের করতেই হবে বাংলাদেশকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুইলভ থেকে শুরু করে এখন পর্যন্ত ১২ টি-টোয়েন্টি খেলে মাত্র ১টা ম্যাচ জিতেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও কোনও ম্যাচ জিততে পারেনি টাইগাররা।
এদিকে জিম্বাবুয়েতে আবার কোনও সিনিয়রকেই পাচ্ছে না বাংলাদেশ। অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ ও আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। সাকিব আল হাসান আগেই ছুটি চেয়ে নিয়েছেন। তামিম ইকবাল অবসরই নিয়ে নিয়েছেন এই ফরম্যাট থেকে। অপেক্ষাকৃত তরুণ একটা দলই গিয়েছে জিম্বাবুয়েতে। তবে সোহান অবশ্য এই দলটাকে ‘তরুণ’ বলতে সম্মত নন।
লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন রহমানরা আছেন জিম্বাবুয়ে সিরিজের দলে যারা অনেক বছর ধরেই আছেন জাতীয় দলে। সোহানের চোখে এই দল ‘যথেষ্ট অভিজ্ঞ’। তিনি বলেন, ‘অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশির ভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। অভিজ্ঞরাও আছে। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হব, তবে সেটির জন্য প্রস্তুত আছি।’
জিম্বাবুয়েতে শিখতে নয়, জিততেই গেছে বাংলাদেশ বলেছেন সোহান, ‘তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী। আশা করি, ভালো একটা সিরিজ হবে। তরুণ দল বলতে পারেন, (তবে) শিখতে আসিনি। চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৩০ জুলাই। সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ৩১ জুলাই ও ২ আগস্ট।
সারাবাংলা/এসএইচএস