মিরাজুলের হ্যাটট্রিক, মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে এক পা বাংলাদেশের
২৯ জুলাই ২০২২ ২২:৪১ | আপডেট: ২৯ জুলাই ২০২২ ২২:৫৮
শ্রীলংকার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে দারুণ এক গোল করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে জিতিয়েছিলেন। তবুও ভারতের বিপক্ষে মাঠে নামার সুযোগ মিলেনি। আজ মাঠে নামার সুযোগ পেয়েই মালদ্বীপের উপর যেন ঝাল মেটাতে চাইলেন মিরাজুল ইসলাম! শুরুর একাদশে মাঠে নেমে প্রথমার্ধেই হ্যাটট্রিক তুলে নেন মিরাজুল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ।
শ্রীলংকা, ভারতের পর মালদ্বীপকেও হারিয়ে টুর্নামেন্টের ফাইনালের একদম কাছাকাছি বাংলাদেশ। বাংলাদেশ শেষ ম্যাচে নেপালের কাছে হারলেও নেপাল, ভারত ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৯। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা দুই দল খেলবে ফাইনাল। এই মুহূর্তে গোল ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
শুক্রবার (২৯ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমার্ধটা ছিল শুধুই বাংলাদেশের। নির্দিষ্ট করে বললে মিরাজুলের। বিকেএসপির এই তুরুণকে কোন কৌশলেই আটকাতে পারেনি মালদ্বীপের রক্ষণ। ১৮, ২১ ও ৪২ মিনিটে তিন গোল করে মালদ্বীপকে ম্যাচ থেকে ছিটকে ফেলেন তরুণ ফুটবলার। মাঝে ৩২ মিনিটে রফিকুল ইসলাম এক গোল করলে মালদ্বীপের আর ঘুরে দাঁড়ানোর রাস্তা ছিল না।
শ্রীলংকার বিপক্ষে ১-০ জয়ের পর ভারতকে ২-১ গোলে হারানো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ছিল উজ্জিবিত। আজ মাঠে নেমেই তার প্রমাণ দিয়েছেন মিজানুররা। প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে রফিকুলের সঙ্গে বল দেওয়া নেওয়া করে মঈনুল ইসলামের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মালদ্বীপের গোলরক্ষক।
১৯ মিনিটে মিরাজুলকে আর আটকাতে পারেননি তিনি। ডান দিক থেকে পিয়াস আহমেদের শট ঝাঁপিয়ে পড়ে রুখলেও বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল চলে যায় মিরাজুলের কাছে। সহজেই লক্ষ্যভেদ করেন তরুণ তারকা। ২১ মিনিটে আরেক গোল আদায় করেন মিরাজুল। তার প্রথম শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে বল পেয়ে দ্বিতীয় শটে ঠিকই বল জালে জড়িয়ে দেন।
৩২ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলেও মিরাজুলের অবদান। তার বাঁ দিক থেকে নিচু করে দেওয়া ক্রস খুঁজে নেয় ফাঁকায় দাঁড়ানো রফিকুলকে। জোড়ালে শটে লক্ষ্যভেদ করেন রফিকুল। বিরতির ঠিক আগ মুহূর্তে হ্যাটট্রিক পূর্ণ করেন মিরজুল। ভারতের বিপক্ষে জোড়া গোল করা পিয়াসের পাস ধরে গোল আদায় করেন মিরাজুল। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।
তবে বিরতির পর গোলের এই ‘শ্রাবণধারা’ আর অব্যাহত থাকেনি। সুযোগ পেয়েও নিজের চার নম্বর গোল করতে পারেননি মিরাজুল। ভারতের বিপক্ষে জোড়া গোল পাওয়া পিয়াস সুযোগ মিস করেছেন দুটি। উল্টো মালদ্বীপই এক গোল পরিশোধ করে দেয়। যাতে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস
টপ নিউজ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল মিরাজুল ইসলাম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ