ক্লাব আমেরিকার সঙ্গেও জিততে পারেনি রিয়াল
২৭ জুলাই ২০২২ ১০:৪৪ | আপডেট: ২৭ জুলাই ২০২২ ১১:০২
মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ২০২২/২৩ মৌসুম শুরুর আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তবে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনার কাছে হারা রিয়াল জিততে পারেনি দ্বিতীয় ম্যাচেও। তবে এবার আর হারের মুখ দেখতে হয়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। করিম বেনজেমা এবং এডেন হ্যাজার্ডের গোলে শেষ পর্যন্ত ২-২ গোলে ক্লাব আমেরিকার সঙ্গে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
দেরিতে দলের প্রাক মৌসুম প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন করিম বেনজেমা। আর একারণেই এল ক্লাসিকোতে মাঠে নামেননি বেনজেমা। তবে মাঠে নেমেছেন দলের দ্বিতীয় ম্যাচে আর মাঠে নেমে করেছেন দুর্দান্ত এক গোলও। যদিও শেষ পর্যন্ত দল জেতেনি কিন্তু নিজের প্রস্তুতিটা ভালোই সেরেছেন বেনজেমা।
ক্লাব আমেরিকার বিপক্ষে গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং রাইট ব্যাক দানি কার্ভাহাল ছাড়া মোটামুটি সেরা একাদশই মাঠে নামিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজাতে না বাজাতেই গোল হজম করে বসে রিয়াল। মাত্র পাঁচ মিনিটের মাথায় মিগুয়েল লায়ুনের অ্যাসিস্ট থেকে গোল করে ক্লাব আমেরিকাকে ১-০ গোলের লিড এনে দেন হেনরি মার্টিন।
এরপর নিজেদের সামলে নিয়ে বল নিয়ন্ত্রণে রাখতে থাকে রিয়াল। অবশেষে ম্যাচের ২২তম মিনিটে এসে করিম বেনজেমার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে রিয়াল। মার্কো অ্যাসেন্সিওর কাছ থেকে ডি-বক্সের সামনে থেকে বল পেয়ে বাঁকানো এক শট নেন বেনজেমা। ক্লাব আমেরিকার এক ডিফেন্ডারের পাশ দিয়ে বল ড্রপ করে গোলরক্ষকের সামনে। এরপর বাঁকিয়ে বল ঢুকে যায় গোলপোস্টে। রিয়াল সমতায় ফেরে ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে এক সঙ্গে ৮ পরিবর্তন আনেন আনচেলোত্তি। এরপরে খেলার মোড় ঘুরিয়ে দেয় রিয়াল। বল দখলে রেখে দারুণ আক্রমণ সাজাতে থাকে লস ব্ল্যাঙ্কোসরা কিন্তু আক্রমণের ব্যর্থতায় গোলের দেখা মিলছিল না। অবশেষে ম্যাচের ৫৫তম মিনিটে ডি-বক্সের ভেতর লুকাস ভাস্কেজকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে এডেন হ্যাজার্ড গোল করলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় রিয়াল।
দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই দুর্দান্ত খেলে নিজেদের এগিয়ে রেখেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নয়রা। তবে ম্যাচের ৮২তম মিনিটে এসে তরুণ ব্রাজিলিয়ান রাইট ব্যাক ভিনিসিয়াস তোবায়াস ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি পায় ক্লাব আমেরিকা। স্পটকিক থেকে আলভারো ফিদালগো গোল করে ক্লাব আমেরিকাকে ২-২ গোলে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ওই ২-২ গোলে সমতায় শেষ হয় ম্যাচটি।
সারাবাংলা/এসএস
টপ নিউজ প্রাক মৌসুম প্রীতি ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম ক্লাব আমেরিকা