Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেম্বেলে-কিনের দুটি করে গোলে বার্সা-জুভে ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২২ ০৮:৫০ | আপডেট: ২৭ জুলাই ২০২২ ০৮:৫৯

দুই দলের দুই তরুণের কাছ থেকে এসেছে দুটি করে গোল। আর তাদের জোড়া গোলেই বার্সেলোনা এবং জুভেন্টাসের মধ্যকার প্রাক মৌসুম প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন উসমান দেম্বেলে আর জুভেদের হয়ে গোল দুটি করেছেন ময়েজ কিন।

জাভি হার্নান্দেজ বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে গোটা বার্সেলোনার চিত্র। এই তালিকায় নাম আছে উসমান দেম্বেলেরও। ইনজুরি কাটিয়ে এখন কাতালানদের জার্সিতে এখন নিয়মিতই মাঠে দেখা যাচ্ছে এই ফরাসি ফরোয়ার্ডকে। সেই সঙ্গে আছেন দারুণ ছন্দেও। তার দুর্দান্ত ফর্মের চিত্র দেখা যাচ্ছে প্রাক মৌসুম প্রীতি ম্যাচগুলোতেও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও খেলেছিলেন দুর্দান্ত। এবার জুভেন্টাসের বিপক্ষে তো করে ফেললেন দু’দুটি গোল।

বিজ্ঞাপন

এদিন আক্রমণভাগে অবামেয়ং আর লেভান্ডোফস্কির সঙ্গে একাদশে ছিলেন উসমান দেম্বেলে। বিশ্রামে রাখা হয়েছিল ফেরান তোরেস, আনসু ফাতি, রাফিনহা এবং মেমফিস দিপাইকে। তবে তাতেও আক্রমণাত্মক খেলা থেকে বেরিয়ে আসেনি জাভির বার্সা। ম্যাচের মাত্র ৩৪ মিনিটের মাথায় সার্জিনো ডেস্টের অ্যাসিস্ট থেকে বার্সার হয়ে প্রথম লক্ষ্যভেদ করেন দেম্বেলে।

তবে ছেড়ে কথা বলছিল না জুভেন্টাসও। বার্সার গোলের জবাব দিতে জুভে নেয় মাত্র পাঁচ মিনিট। ৩৯ মিনিটের মাথায় হুয়ান কুয়াদ্রাদোর অ্যাসিস্ট থেকে গোল শোধ করেন ময়েজ কিন। তবে বার্সেলোনাও তখন লিড ধরে রাখতে মরিয়া। পরের মিনিটেই বুস্কেটসের অ্যাসিস্ট থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন দেম্বেলে। এতেই বার্সা দ্বিতীয় বারের মতো লিড নেয় ম্যাচে।

প্রথমার্ধে ওই ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও সমতায় ফেরে জুভে। ৫২তম মিনিটে ম্যানুয়েল লোকাটেল্লির অ্যাসিস্ট থেকে দ্বিতীয়বারের মতো দলকে সমতায় ফেরান ময়েজ কিন। এরপর ম্যাচের বাকি সময় দুই দলই তৃতীয় গোলের পেছনে ছুটলেও মেলেনি কাঙ্খিত গোলের দেখা।

বিজ্ঞাপন

এই নিয়ে বার্সার জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি রবার্ট লেভান্ডোফস্কি। শেষ পর্যন্ত তাই ওই ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

সারাবাংলা/এসএস

উসমান দেম্বেলে টপ নিউজ প্রাক মৌসুম প্রীতি ম্যাচ বার্সেলোনা বনাম জুভেন্টাস ময়েজ কিন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর