Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিতা-পুত্র একসঙ্গে জাতীয় দলে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২২ ২০:০২

আসন্ন বিশ্ব দাবা অলিম্পিয়াডের জন্য ১০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে সুযোাগ পেয়েছেন তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও। পিতা-পুত্রের একসঙ্গে জাতীয় দলে ডাক পাওয়ার ঘটনা দক্ষিণ এশিয়ায় এই প্রথম। বিশ্বের অন্য কোনো দেশেও অতীতে এমন ঘটেছে কিনা তা গবেষণার বিষয়!

আগামী ২৯ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব দলীয় দাবার সবচেয়ে এই মর্যাদার টুর্নামেন্ট। দাবা অলিম্পিয়াডে অংশ নিতে বুধবার দুপুরে ভারতের উদ্দেশ্যে রওনা দিবে দাবা দল।

বিজ্ঞাপন

ঘরোয়া প্রতিযোগিতায় একাধিকবার একে অপরের মুখোমুখি হয়েছেন জিয়াউর রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া। এবার জায়গা একসঙ্গে খেলবেন জাতীয় দলে। বাপ-ছেলে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ কক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া। তাহসিন বলেন, ‘আমার খুব ভালো লাগছে। স্বপ্নের মতো লাগছে। আমি বাবার সঙ্গে দাবা অলিম্পিয়াড দেখতে অনেকবার বিদেশে গিয়েছি। কিন্তু এত তাড়াতাড়ি খেলতে যাবো সেটা কল্পনাও করিনি। আমি চেষ্টা করবো ভালো খেলার। এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখেছি জাতীয় দলে খেলার, অলিম্পিয়াডে খেলার। কিন্তু বাবার সঙ্গে একসঙ্গে খেলতে পারবো এটা ভাবিনি।’

জিয়াউর রহমান বলেন, ‘তাহসিন এখন ফর্মে আছে। সে জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো করেছে, প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। প্রিমিয়ার লিগে তাহসিন ছিল বাংলাদেশ বিমানে, আমি ছিলাম পুলিশে। আমরা প্রিমিয়ার লিগে দুইবার পরস্পরের মুখোমুখি হয়েছিলাম। আমার বিশ্বাস তাহসিন অলিম্পিয়াডে ভালো করবে।’

বিজ্ঞাপন

২০১২ সালে ওপেন বিভাগে এশিয়া মহাদেশের মধ্যে সপ্তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম হয়েছিল বাংলাদেশ। ১৯৮৪ সাল থেকে টুর্নামেন্টটিতে অংশ নেওয়া বাংলাদেশের সেটাই সর্বোচ্চ সাফল্য। এবার বাংলাদেশ কতোদূর যেতে পারে সেটাই দেখার।

বাংলাদেশ পুরুষ দল: গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। ক্যাপ্টেন: মাসুদুর রহমান মল্লিক দিপু।

বাংলাদেশ নারী দল: নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার শারমিন সুলতানা শিরিন, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার। ক্যাপ্টেন: নারী ক্যান্ডিডেটমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।

সারাবাংলা/এসএইচএস

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বিশ্ব দাবা অলিম্পিয়াড

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর