Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ম্যানচেস্টারে ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২২ ০৯:৩০

২০২২/২৩ মৌসুমের দলবদলের বাজার খুলতে না খুলতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গুঞ্জন উঠেছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে ইচ্ছুক রোনালদো ছাড়তে চাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছেন রোনালদো চেলসি, বায়ার্ন এমনকি রিয়াল মাদ্রিদ কর্তৃক প্রত্যাখ্যান হয়েছেন। এমনকি অ্যাটলেটিকো মাদ্রিদেও নিজেকে প্রস্তাব করেছেন রোনালদো, শোনা গেছে এমন গুঞ্জনও। তবে সব গুঞ্জনকে থামাতে অবশেষে রোনালদো ফিরেছেন ম্যানচেস্টারে যেখানে নিজের ভব্যিষৎ নিয়ে আলোচনা করবেন তিনি।

বিজ্ঞাপন

 ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো তার ভবিষ্যৎ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনা করতে ইতোমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছেন। ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হ্যাগের সঙ্গের এখনো কথা বলেননি তিনি। থাইল্যান্ডে রেড ডেভিলদের প্রাক মৌসুম প্রস্তুতিতেও যোগ দেননি তিনি। সে সময় জানিয়েছিলেন পারিবারিক সমস্যার কারণে এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না তিনি।

৩৭ বছর বয়সী রোনালদোকে বিক্রি করার কোনো ইচ্ছায় নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। টেন হ্যাগ ২০২২/২৩ মৌসুমে রোনালদোকে নিয়েই সাজাচ্ছেন বলে শোনা গেছে। সোমবার রোনালদো ফিরলেও মঙ্গলবার অনুশীলনে যোগ দেবেন কিনা তা নিয়ে জানা যায়নি এখনো কিছুই। তবে দ্য অ্যাথলেটিক জানিয়েছেন খুব শীঘ্রই রোনালদোর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবেন রেড ডেভিল বস এরিক টেন হ্যাগ।

সারাবাংলা/এসএস

ইউরোপিয়ান দলবদল ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর