ম্যানসিটিই আবার চ্যাম্পিয়ন হবে: ক্লপ
২৬ জুলাই ২০২২ ০৮:৪২
শেষ পাঁচ মৌসুমে চারবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। এর মধ্যে শেষবার ২০১৯/২০ মৌসুমে লিভারপুলের হাতে উঠেছিল প্রিমিয়ার লিগের শিরোপা। এরপর টানা দুই মৌসুম আবারও সিটির ঘরে প্রিমিয়ার লিগের শিরোপা। নতুন মৌসুমে এবার বিশ্লেষকরা শিরোপার দৌড়ে লিভারপুলকে দেখছেন। তবে অলরেড কোচ ইয়্যুর্গেন ক্লপ মৌসুম শুরুর আগেই সিটির হাতেই দেখছেন শিরোপা।
ক্লপ মনে করছেন, সিটিই আবার চ্যাম্পিয়ন হবে। আর নিজের লক্ষ্য হিসেবে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার কথা বলেছেন এই রেড।
দলবদলের মৌসুমে ব্যস্ত সময় কাটিয়েছে লিভারপুল। এবার দল গোছানো শেষে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে লিভারপুল। সেখানেই ২০২২/২৩ মৌসুম নিয়ে এমন মন্তব্য করেছেন ক্লপ।
ক্লপ বলেন, ‘প্রিমিয়ার লিগে শিরোপার জন্য দুর্দান্ত লড়াই হবে। কে জিতবে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। শেষ পর্যন্ত সিটি চ্যাম্পিয়ন হবে বলে মনে হচ্ছে। যদি আমরা চ্যাম্পিয়ন না হতাম তবে সিটি টানা ৫-৬ বার চ্যাম্পিয়ন হতো, এখানে যা সত্যিই অবিশ্বাস্য একটি ব্যাপার। তবে আমাদের লক্ষ্য হচ্ছে, মৌসুমে নিজেদের সেরা খেলাটা খেলা।’
মৌসুম শুরুর আগেই তবে কি হার স্বীকার করে নিলেন লিভারপুল কোচ? তবে কি মৌসুমের শেষে শিরোপাহীন থাকবেন লিভারপুল? না! নিজেদের লক্ষ্য হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগকে ঠিক করেছেন ক্লপ।
‘এটা সব সময় এমন যে, মূল লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লিগে উত্তীর্ণ হওয়া। এটা এখনই অনেক কঠিন। আপনি যদি সেই লক্ষ্য অর্জন করেন এবং তারপর যদি শিরোপা লড়াইয়ের সময় থাকে তবে লড়বেন। এ ছাড়া মৌসুমের বেশির ভাগ সময় লড়াইটা হয় চ্যাম্পিয়নস লিগে খেলার জন্য।’—বলেন ক্লপ।
সারাবাংলা/এসএস
ইয়্যুর্গেন ক্লপ টপ নিউজ পেপ গার্দিওয়ালা ম্যানচেস্টার সিটি লিভারপুল