Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবি শাস্ত্রী চান টেস্ট খেলুক সেরা ছয় দল

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২২ ১০:২৯

আইসিসি টেস্ট স্ট্যাটাস দিয়েছে মোট ১২টি দেশকে। যার মধ্যে শীর্ষ ৯টি দল খেলছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর এই তালিকার বাইরে আছে কেবল আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। তবে তারাও খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। আর এর মধ্যেই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রীর পরামর্শ টেস্ট খেলার সুযোগ করা হোক আরও সীমিত। তিনি মনে করেন, শীর্ষে থাকা ছয় দলের বাইরে কারো টেস্ট খেলার দরকার নেই!

বিজ্ঞাপন

স্কাই স্পোর্টসের আলোচনায় এ ব্যাপারটিই জানিয়েছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে হলে ১০-১২ দলের টেস্টের কোনো দরকার নেই, শীর্ষ ছয় দলই খেলুক। খেলার সংখ্যার চেয়ে মানের জোর দেওয়া যায়। আইসিসি দলের সংখ্যা বাড়াতে চাইলে টি-টোয়েন্টি বা ওয়ানডেতে বাড়াক। টেস্টে অবশ্যই দল কমিয়ে ফেলা উচিত। সেরকম হলে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে কিনা, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে যাবে কিনা সেটা বিষয় থাকবে না।’

বিজ্ঞাপন

শীর্ষ ছয় তবে নির্ধারিত হবে কিভাবে? এ ব্যাপারে শাস্ত্রী কোনো সমাধান না দিলেও উল্লেখ করেছেন র‍্যাংকিং সিস্টেমের কথা। শাস্ত্রী বলেন, ‘কোন ছয় দল টেস্ট খেলবে, তা পারফরম্যান্স দিয়েই বিচার করা হোক। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা যারাই খেলবে তাদের সেরা ছয়ে থাকতে হবে। বাছাই উতরে সেরা ছয়ে আসতে হবে টেস্ট খেলতে হলে।’

এর আগে দ্বি-পাক্ষিক সিরিজ কমিয়ে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি আসরের সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিয়েছিলেন তিনি। মোট কথা আন্তর্জাতিক ক্রিকেট কমিয়ে আইপিএলের মতো চটকদার আয়োজনের ব্যাপ্তি বাড়াতেই যত চিন্তা ভারতীয় এই সাবেকের।

সারাবাংলা/এসএস

টেস্ট ক্রিকেট রবি শাস্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর