Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে পরবর্তী ধাপে নেওয়ার কথা বললেন সোহান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২২ ১৯:০৫ | আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৯:১২

হঠাৎই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। মাহমুদউল্লাহকে বাদ দিয়ে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সোহানকে। পূর্ণ মেয়াদে অবশ্য নয়, আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। হঠাৎ নেতৃত্ব পাওয়া সোহান বললেন বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা।

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহম, মাহমুদউল্লাহ- আহ্লাদ করে ক্রিকেটে পঞ্চপাণ্ডব বলা হয় তাদের। বাংলাদেশ দলকে এই পর্যায়ে নিয়ে আসতে এই পাঁচজনের বড় অবদান। তবে বয়সের সংখ্যা সিনিয়রদের বিদায়ের ঘণ্টা বাজাচ্ছে। মাশরাফি সাবেক হওয়ার পথে। তামিম ইকবার টি-টোয়েন্টি, মাহমুদউল্লাহ টেস্ট ছেড়েছেন। একসঙ্গে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহকেও নিশ্চয় অনেক বছর আর দেখা যাবে না। বাংলাদেশকে এগিয়ে নিতে তখন তরুণদের হাল ধরতেই হবে। নুরুল হাসান সোহান তরুণদের হয়ে বললেন দায়িত্ব নেওয়ার কথা।

বিজ্ঞাপন

আজ রোববার (২৪ ‍জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন অধিনায়ক সোহানের অফিসিয়াল সংবাদ সম্মেলন ছিল। এক প্রশ্নের উত্তরে সোহান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে আমাদের সিনিয়র যারা আছেন, তাদের অবদান, তাদের কথা এক-দুইটা কথায় শেষ করতে পারবো না। এখন সব কিছু প্রক্রিয়ার ভেতরে আছে। আমাদের জন্য এটা একটা সুযোগ সামনে এগিয়ে নেওয়ার। তারা বাংলাদেশ দলকে একটা জায়গায় নিয়ে এসেছেন। আমরা যারা জুনিয়র আছি বা খেলছি তাদের দায়িত্ব পরবর্তী ধাপে নিয়ে যাওয়া। এটা সবার জন্য সুযোগ। মূল বিষয় হচ্ছে আমাদের দলগতভাবে ভালো খেলতে হবে। সেটা করতে পারলে ভালো হবে।’

বিজ্ঞাপন

সিনিয়রদের পরামর্শ মেনে এগুতে চান বললেন সোহান। একেক জনের ব্যক্তিত্ব এবং ক্রিকেট দর্শন একেক রকম। বিভিন্ন সময় পাঁচজন সিনিয়র ক্রিকেটারের অধিনায়কত্বেই খেলার সুযোগ হয়েছে সোহানের। সকলের দর্শনের সমন্বয় ঘটিয়ে নিজে এখন সাফল্যের রাস্তা বের করতে চান সোহান।

বলেছেন, ‘আমার প্রথম শ্রেণির ক্যারিয়ার যখন শুরু হয়, তখন রিয়াদ ভাই ছিলেন আমার অধিনায়ক। তখন থেকে তার কাছ অনেক কিছু শিখেছি। আমাদের যে পাঁচজন সিনিয়র ক্রিকেটার আছেন, মাশরাফি ভাই হয়তো এখন দল নেই। তাদের সবার কাছ থেকেই শেখার অনেক কিছু আছে। একটা ব্যাপার কী, একেকজন একেক রকম। অবশ্যই তাদের কাছ থেকে যে অভিজ্ঞতা হয়েছে, আশা করি সম্মিলিতভাবে এর ফল দেখাতে পারবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ জুলাই। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে- ৩১ জুলাই ও ২ আগস্ট।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি নুরুল হাসান সোহান বাংলাদেশ ক্রিকেট দল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর