মাহমুদউল্লাহ-মুশফিককে নিয়েই ওয়ানডে দল ঘোষণা
২২ জুলাই ২০২২ ২০:৪৭ | আপডেট: ২২ জুলাই ২০২২ ২১:১৭
টি-টোয়েন্টি দলে থেকে বিশ্রাম দেওয়া হলেও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে রয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আজ ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই সিরিজ থেকে ছুটি নেওয়া সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই নেই দলে।
টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আজ মাহমুদউল্লাহর জায়গায় জিম্বাবুয়ে সিরিজের জন্য অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তরুণ নুরুল হাসান সোহানকে। অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টি দলেও রাখা হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকেও। তবে ওয়ানডে সিরিজের দলে আছে দুজনের নামই।
শুক্রবার (২২ জুলাই) সাংবাদিকদের ওয়ানডে সিরিজের দলে থাকা সদস্যদের নামের তালিকা পড়ে শোনান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সাকিবের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত বোলিং করা তাইজুল ইসলাম আছেন ওয়ানডে দলে। এছাড়া অনেকদিন পর দলে ফিরেছেন পেসার মাহমুদুল হাসান।
আসন্ন সিরিজে জিম্বাবুয়েতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে- ৫, ৭ ও ১০ আগস্ট।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।
সারাবাংলা/এসএইচএস