নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ, জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক সোহান
২২ জুলাই ২০২২ ১৯:০২ | আপডেট: ২২ জুলাই ২০২২ ২০:৪১
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারালেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরে অধিনায়ক নির্ধারন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২২ জুলাই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ জিম্বাবুয়ে সিরিজেও থাকছেন না। বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। বিশ্রাম দেওয়া হয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকেও। সাকিব আল হাসান আগেই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তামিম ইকবাল এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিছুদিন আগে। অর্থাৎ অনেকদিন পর পঞ্চপাণ্ডবের কেউকে ছাড়াই সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ অধিনায়কত্ব হারাতে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। অনেকদিন ব্যাটে রান নেই অভিজ্ঞ ক্রিকেটারের। ইদানিং তার রক্ষনাত্মক অধিনায়কত্ব নিয়েও সমালোচনা উঠছে। দলও ভালো ফল পাচ্ছে না। টি-টোয়েন্টিতে বহুদিন ধরে বাজে ক্রিকেট খেলে চলেছে বাংলাদেশ। সব মিলিয়ে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছিল।
এদিকে সাকিব আল হাসান কিছুদিন আগে টেস্ট দলের নেতৃত্ব নিয়েছেন। সাকিব টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিতেও সম্মত। দুই মিলিয়ে সাকিবের নেতৃত্ব টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে চাইছিল বোর্ড বলে শোনা যাচ্ছিল।
সেক্ষেত্রে নুরুল হাসান সোহান থাকবেন সহ-অধিনায়ক। সাকিব যেহেতু আগে থেকেই জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি চেয়ে নিয়েছেন সে হিসেবে নেতৃত্ব পেয়েছেন সোহান। শোনা যাচ্ছে, পরে সাকিবের নামই ঘোষণা হতে যাচ্ছে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসেন জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও আব্দুর রাজ্জাক।
বৈঠক শেষে জালাল ইউনুস জানান, ‘এই টিমটাকে লিড করার জন্য আমরা নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি, সেটা আমরা মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। টি-টোয়েন্টি টিম নিয়ে আমাদের কিছু ইস্যু ছিল, আমরা কয়েকদিন ধরে আলাপ আলোচনা করছিলাম। কারণ, আপনারা জানেন যে টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে উন্নতি করতে পারছি না। সে জন্য সামনে যেহেতু টি-টোয়েন্টি একটা সিরিজ আছে এ জন্য অনেক চিন্তাভাবনা ছিল বোর্ডের।’
জালাল ইউনুস বলেন, ‘আপনারা জানেন যে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল, আমরা কয়েকদিন ধরে আলাপ-আলোচনা করছি তার ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে। আমরা আজকে রিয়াদকে ডেকেছিলাম এবং টি-টোয়েন্টি টিম নিয়ে আলাপ করেছি। তার সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা নতুন টিম পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে।’
সারাবাংলা/এসএইচএস