সৌরভের আভাস— এশিয়া কাপ আমিরাতে
২২ জুলাই ২০২২ ১৬:১৮ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৬:২৭
চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার কারণে আসন্ন এশিয়া কাপ শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা ক্রমেই কমে আসছে। এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি আভাস দিলেন আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
আসন্ন এশিয়া কাপের অফিসিয়াল আয়োজক শ্রীলংকা। কিন্তু দেশটির রাজনৈতিক অস্থিরতা এখনো স্বাভাবিক নয়। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার এতটাই যে এর মধ্যে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করাকে ঝুঁকিপূর্ন মনে করছেন অনেকে। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও কদিন আগে বলা হয়েছে এশিয়া কাপ আয়োজন তাদের জন্য ‘কষ্টকর’।
এমন অবস্থায় বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম উঠছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, শ্রীলংকায় না হলে এশিয়া কাপ হবে বাংলাদেশে। তবে সেই সম্ভবনা যে কম তা বুঝা গেল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির কথায়।
বৃষ্টির সিজনে বাংলাদেশের তুলনায় সংযুক্ত আরব আমিরাতকেই টুর্নামেন্ট আয়োজনে বেশি উপযুক্ত মনে করা হচ্ছে। সৌরভ স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এশিয়া কাপ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, এটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না।’
চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে শ্রীলংকা। কিছুদিন আগে অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলে গেল। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজ আর ১০ দলকে নিয়ে একটা বড় টুর্নামেন্ট আয়োজন তো আর এক নয়! সেটাই বড় করে দেখে এবারের এশিয়া কাপ আয়োজন করতে চাচ্ছে না শ্রীলংকা।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২৭ আগস্ট শুরু হওয়ার কথা টুর্নামেন্ট, শেষ হবে ১১ সেপ্টেম্বর। বাংলাদেশ, ভারত পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে আসা একটা দল খেলবে এশিয়া কাপে।
সারাবাংলা/এসএইচএস