Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বড় বিশ্বকাপ’ নিয়ে বড় স্বপ্ন মিরাজের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২২ ০২:৫১ | আপডেট: ২১ জুলাই ২০২২ ২১:২৭

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাস্তবতা বলছে, অক্টোবরের বিশ্বকাপের চেয়ে বাংলাদেশের বেশি আগ্রহ পরের বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে নিয়ে। কারণ টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ অনেক শক্ত দল। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরেও তা দেখা গেছে।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর  ও টি-টোয়েন্টি সিরিজেও কোনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। অথচ সেই দলই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উল্টো হোয়াইটওয়াশ করে। তিনটি ম্যাচই দাপটের সঙ্গে জিতেছে তামিম ইকবালের দল।

বিজ্ঞাপন

সিরিজ শেষে বুধবার (২০ জুলাই)  দেশে ফিরেছে বাংলাদেশ দলের একটি অংশ। যাতে মেহেদি হাসান মিরাজও ছিলেন। প্রসঙ্গক্রমে মিরাজ আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের বড় স্বপ্নের কথা বলে গেলেন।

মিরাজ বলেন, ‘এটা ঠিক যে, ওয়ানডেতে আমরা সাচ্ছন্দ্য বোধ করি। এই সংস্করণে সব সময়ই ভালো খেলি। ৪-৫ বছর ধরে ভালো ফলও আসছে। যেখানে সফলতা পাওয়া যায়, সেখানে অবশ্যই সবাই বেশি আত্মবিশ্বাসীও থাকে। আগামী ওয়ানডে বিশ্বকাপ খুব বেশি দূরে নয়। হয়তো ১ বছর ২ বা ৩ মাস বাকি আছে। আমরা যেভাবে এগোচ্ছি, ঠিক পথেই আছি। তাই আমি মনে করি, এভাবে এগোলে আমাদের জন্য বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে।’

বিশ্বকাপে আদর্শ একটা দল নিয়েই যাওয়ার প্রত্যাশা বাংলাদেশের। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা অভিজ্ঞতায় ভরপুর। লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মেহেদি মিরাজরাও অনেকদিন যাবত জাতীয় দলে খেলছেন। তরুণ আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহানরা আস্থা দিচ্ছেন। সব মিলিয়ে ব্যালেঞ্চ এক দল। এদিকে ওয়ানডেতে দলের পারফরম্যান্সও বেশ ভালো। মিরাজ তাই আগামী ওয়ানডে বিশ্বকাপে ভালো করার ব্যপারে বেশ আশাবাদী।

বিজ্ঞাপন

তরুণ স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। তামিম ভাই, সাকিব ভাই, মুশি ভাই (মুশফিকুর রহিম), রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আছেন, তাঁরা তো অনেক অভিজ্ঞ। তারপর আমি, মোস্তাফিজ, লিটনরাও অনেক দিন ধরে খেলছি। আমাদের অনেকেরও আন্তর্জাতিক ক্যারিয়ার পাঁচ বছর হয়ে যাবে। তাই মোটামুটি ভালো একটা একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে যাব আমরা, আশা করি ভালো খেলতে পারব।’

মিরাজ বলেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করতে পারলে আমাদের নিজেদের জন্য যে রকম ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। তাই অবশ্যই বড় কিছু অর্জনের চেষ্টা করব। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপে আমরাই চ্যাম্পিয়ন হব। আমরা যেটা পারি, তা হলো চেষ্টা করতে। ভালো ক্রিকেট খেলতে পারি। কীভাবে বিশ্বকাপটা জেতা যায়, সে পথটা খুঁজে বের করতে পারি। এ ছাড়া ভাগ্যেরও ব্যাপার আছে। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।’

সারাবাংলা/এসএইচএস

ওয়ানডে বিশ্বকাপ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর