Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারাপোভার ঘরে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২২ ১৭:২২

মা হয়েছে রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। গত এপ্রিলে নতুন অতিথির আগমনের খবর জানিয়েছিলেন। অতিথি যে এসে গেছেন সেটা নিশ্চিত করেছেন শারাপোভা নিজেই।

গতকাল শুক্রবার (১৬ জুলাই) ইনস্টাগ্রামের এক পোস্টে জানিয়েছেন, গত ১ জুলাই ঘর আলো করে এসেছে তার প্রথম সন্তান। সন্তানের নাম রেখেছেন থিওদর।

ছবিতে দেখা যাচ্ছে শিশু সন্তানের দিকে হাসিমুখে তাকিয়ে আছেন শারাপোভা ও তার প্রেমিক ব্রিটিশ ব্যবসায়ী আলেক্সান্দার গিল্কস। শারাপোভা ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছোট পরিবার এর চেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং ও পুরস্কারসূচক উপহার আশা করতে পারত না।’

২০২০ সালের ডিসেম্বরে ব্যবসায়ী গিল্কসের সঙ্গে শারাপোভার বাগদানের খবর জানা যায়। ৩ লাখ পাউন্ড দামের আংটি পড়িয়ে বাগদান সেরেছিলেন গিল্কস। দুজনের সম্পর্ক বিষয়ে শারাপোভা একবার বলেছিলেন, ‘প্রথম সাক্ষাতেই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম।’

গিল্কসের আগে এনবিএ তারকা সাশা ভুয়াচিচ, গ্রিগর দিমিত্রভের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শারাপোভা। শারাপোভার সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে সাবেক স্ত্রী ফ্রাশন ডিজাইনার মিশা ননোর সঙ্গে ছাড়াছাড়ি হয় গিল্কসের।

গ্র্যান্ড স্লাম জেতা ১০জন নারী টেনসি খেলোয়াড়ের একজন শারাপোভা। চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিই জিতেছেন তিনি। কিন্তু ২০১৯ সালে চোটে পরার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিস থেকেই অবসর নিয়ে নেন রাশিয়ান এই গ্ল্যামার কুইন।

সারাবাংলা/এসএইচএস

মারিয়া শারাপোভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর