‘এ’ দলে সৌম্য-সাব্বির, নেই মুমিনুল
১৫ জুলাই ২০২২ ১৫:২৭ | আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৫:৪১
‘এ’ দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার, সাব্বির রহমানদের রাখা হয়েছে ‘এ’ দলে। তবে অনেক আলোচনা হলেও নাম নেই মুমিনুল হকের।
জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন মুমিনুল হক। পরে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশ থেকেও বাদ পড়েন টেস্টে দেশের সফলতম ব্যাটার। বাংলাদেশ পরবর্তী টেস্ট খেলবে কয়েকমাস পর। ফলে দলে ফেরার লড়াইয়ে ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকার কথা শোনা যাচ্ছিল মুমিনুল হকের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরিই বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডাকা হয়নি মুমিনুলকে।
এক সময়কার জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ সৌম্য সরকার গত নভেম্বরের পর থেকে দলের বাইরে। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডানের একাদশ থেকেও বাদ পড়েছিলেন সৌম্য। তার ক্যারিয়ার নিয়ে উঠে গেছে বড় প্রশ্ন। সৌম্যকে ‘এ’ দলে সুযোগ দেওয়া হয়েছে।
সুযোগ পেয়েছেন প্রায় তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাাক সাব্বির রহমানও। ‘এ’ দলের ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন সৌম্য, সাব্বির। টেস্ট দল থেকে বাদ পড়া ওপেনার সাদমান ইসলাম জায়গা পেয়েছেন চার দিনের ম্যাচের দলে। মোহাম্মদ মিঠুন দুই সংস্করণের দলেই ডাক পেয়েছেন। তরুণ সাইফ হাসান ও টেস্ট ওপেনার তরুণ মাহমুদুল হাসান জয়কেও রাখা হয়েছে দুই সংস্করণের দলে।
আসন্ন সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ৩১ জুলাই সেন্ট লুসিয়ায় পৌঁছার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে।
প্রথমে দুটি চার দিনের ম্যাচ। তারপর তিন ওয়ানডে। প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে ৪ আগস্ট। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৬ আগস্ট।
বাংলাদেশ ‘এ’ দল (চার দিনের ম্যাচের স্কোয়াড): সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান, জাকির হোসেন, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদত হোসেন, জাকের আলী, নাঈম হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও এনামুল হক।
বাংলাদেশ ‘এ’ দল (ওয়ানডে ম্যাচের স্কোয়াড): সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান, জাকির হোসেন, শাহাদত হোসেন, জাকের আলী, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী।
সারাবাংলা/এসএইচএস