Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ম্যাচে ‘পরীক্ষা-নিরীক্ষা’র ঘোষণা সিরিজ জয়ী বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ১৪:২৮ | আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৪:৩২

প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ। এই সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয় বলে পয়েন্টের হিসেব নেই। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটা বাংলাদেশর জন্য স্রেফ নিয়মরক্ষার। ফলে তৃতীয় ওয়ানডেতে বেঞ্চের শক্তি পরীক্ষা করার পক্ষে বাংলাদেশের অধিনায়ক, কোচ দুজনেই।

ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে এখনো যারা একাদশে সুযোগ পাননি তাদের সুযোগ দিতে এটাই সেরা সময় মনে করছেন তামিম ইকবাল। নিজে বিশ্রাম নিয়ে হলেও সুযোগ না পাওয়াদের সুযোগ করে দিতে চান তামিম।

বিজ্ঞাপন

দ্বিতীয় ওয়ানডে জয়ের পর তামিম বলেন, ‘এখন আমাদের সময় এসেছে বেঞ্চ স্ট্রেন্থটা একটু দেখার। সাধারণত যখন পয়েন্টের খেলা হয় তখন এরকম সুযোগ থাকে না। কিন্তু এসব সিরিজে যখন ২-০ তে এগিয়ে যান তখন যারা খেলে নাই, যাদের নিয়ে অনেকদিন ঘুরছি তাদের সুযোগ দেওয়া যায়। এটার জন্য যদি আমারও এক-দুইটা ম্যাচ মিস করতে হয় এটা ঠিকাছে।’

‘এই জায়গায় যদি বেঞ্চের শক্তি না দেখি তবে দেখবটা কখন। কারণ হুট করে কেউ যদি ইনজুরড হয়ে যায় সেরা একাদশের খেলোয়াড়, তখন একটা নতুন ছেলে ম্যাচ ছাড়া এসে খেলা কঠিন ওর জন্য হবে। হয়ত পরের ম্যাচে এরকম কিছু একটা দেখতে পারেন যে অনেকেই যারা খেলে নাই তারা খেলবে।’

এদিকে, অধিনায়কের কথায় সুর মিলিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গোও। দ্বিতীয় ওয়ানডে শেষে টিভি ধারাভাষ্যকার ইয়ান বিপের সঙ্গে আলোচনাকালে ডমিঙ্গো বলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা দিক থেকে। এতদিনে এত গুরুত্বপূর্ণ সব ওয়ানডে সিরিজ খেলেছি, যেখানে পয়েন্ট খুব জরুরি। দলে পরিবর্তনের কথা খুব একটা ভাবনায় আনা যায়নি। তবে এখানে সুযোগ আছে পরখ করার। কারণ ২০২৩ বিশ্বকাপে তাকিয়ে কিছু ক্রিকেটারকে দেখে নেওয়ার ব্যাপার আছে। এখানে পয়েন্টের কোনো ব্যাপার নেই। বাইরে থাকাদের পরখ করার দারুণ সুযোগ এটি।’

বিজ্ঞাপন

স্কোয়াডে থেকে এখনো খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটার আছেন মোট তিনজন। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত পারফর্ম করে দলে ফেরা এনামুল হক বিজয়, অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও পেসার ইবাদত হোসেন। তাইজুল, ইবাদতের বিষয়ে শংসয় থাকলেও তামিমের কথায় পরিস্কার, সুযোগ পেতে যাচ্ছেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতও হয়তো একাদশে টিকে যাচ্ছেন। ফিরছেন হয়তো তাসকিন আহমেদ। সুযোগ মিলতে পারে ইবাদত হোসেনেরও।

আগামী ১৬ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামার কথা বাংলাদেশ দলের।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর