Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের কণ্ঠে বিদায়ের সুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২২ ১০:৫৭ | আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৩:৩৪

মাশরাফি বিন মুর্তজা অনেকদিন যাবত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। সাবেক সফল অধিনায়ককে আবারও আন্তর্জাতিক ক্রিকটে দেখতে পাওয়ার সম্ভবনা কম। পঞ্চপাণ্ডব নাম পাওয়া পাঁচজনের অপর চারজন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকেও যে খুব বেশি দিন খেলতে দেখা যাবে না তার নিশ্চয়তা দিচ্ছে তাদের বয়স। আগামী ২০২৩ সালের বিশ্বকাপের পর বিদায়ের ইঙ্গিত দিলেন তামিম ইকবাল।

সাকিব আল হাসান অনেকদিন যাবত নিয়মিত সব ফরম্যাটে খেলছেন না। তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে বিরতি নিয়েছেন অনেক আগে। মাহমুদউল্লাহ টেস্ট ছেড়েছেন। মুশফিক সব ফরম্যাটে খেলছেন, তবে শোনা যাচ্ছে বোর্ড টি-টোয়েন্টি দলে চাচ্ছে না তাকে।

বিজ্ঞাপন

অর্থাৎ বলা যায়, শেষের ডাক শুনছেন সিনিয়র ক্রিকেটাররা। সেই সময়সীমাটা আগামী ওয়ানডে বিশ্বকাপকে দেখছেন তামিম ইকবাল।

কাল দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে কথায় কথায় উঠল সেই প্রসঙ্গ। তামিম বলেন, ‘২০২৩ বিশ্বকাপ সম্ভবত আমাদের সবার (বাংলাদেশ দল) জন্য সবচেয়ে বড় ইভেন্টের একটি হবে। বিশেষ করে আমাদের চারজনের, (তামিম, সাকিব, মুশফিকুর এবং মাহমুদউল্লাহ) যাদের সম্ভবত সেখানেই শেষ হবে (ক্যারিয়ার) । আমাদের সম্ভাব্য সর্বোত্তম সমন্বয় তৈরি করতে হবে এবং দলকে এগিয়ে যেতে হবে।’

২০১৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে উজাড় করে দেওয়ার কথা তামিমের কণ্ঠে বহুবারই শোনা গেছে। বিশ্বকাপের আগে দলকে সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুত করার কথা প্রায়ই বলেন তামিম। বাস্তবেও তার প্রতিফলন দেখা যায়।

বিজ্ঞাপন

কাল দ্বিতীয় ওয়ানডেতেই যেমন বেশি ব্যাটিংয়ের সুযোগ করে দিতে তরুণ নাজমুল হোসেন শান্তকে নিয়ে নেমেছিলেন ওপেনিং করতে। অনেকদিন দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতকে কাল খেলিয়েছেন, মোসাদ্দেক পারফর্মও করেছেন। হয়তো সকলকে প্রস্তুত করে রাখার পরিকল্পনারই বাস্তবায়ন দেখাচ্ছেন তামিম।

এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করে স্বাভাবিকভাবেই বেজাই খুশি তামিম। বলেছেন, ‘আমরা টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছিলাম। ড্রেসিংরুমে কেউ ভালো অবস্থায় ছিল না। সবাই জিততে চেয়েছে (ওয়ানডে) । এই ফল তাই আনন্দ দিচ্ছে।’

ওয়ানডেতে বাংলাদেশ যে বরাবরই বেশ স্বচ্ছন্দ সেটাও বলে গেলেন তামিম, ‘এটা এমন একটা ফরম্যাট যেখানে আমরা স্বাচ্ছন্দ্য খুঁজে পাই, আমরা গর্ব খুঁজে পাই।’

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর