শান্তর বিদায়ে ভাঙল উদ্বোধনী জুটি
১৩ জুলাই ২০২২ ২৩:১৯ | আপডেট: ১৩ জুলাই ২০২২ ২৩:৪৭
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া মাত্র ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই টাইগার ওপেনার। তামিম ইকবালের সঙ্গে দিন উদ্বোধনী জুটিতে ব্যাট হাতে আসেন নাজমুল হোসেন শান্ত। শুরুটা দারুণ করেও ধরে রাখতে পারলেন না শান্ত। দলীয় ৪৮ রানের মাথায় ফিরলেন শান্ত।
উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সঙ্গে দারুণ ব্যাট চালাচ্ছিলেন শান্ত। দেখে শুনেই ক্যারিবীয় বোলারদের মোকাবিলা করছিলেন শান্ত। প্রথম ১২ ওভার থেকে বাংলাদেশ তুলে নিয়েছিলেন ৪৮ রান। যার মধ্যে ২০ রানই আসে শান্ত ব্যাট থেকে। দারুণ ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেওয়ার পরও ইনিংস বড় করতে পারলেন না শান্ত।
মোটি এর করা ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলটি উড়িয়ে মারতে গিয়ে আকিল হোসেনের হাতে তুলে দেন শান্ত। ভুল করেননি আকিল। বল লুফে নেন আর বাংলাদেশ হারায় প্রথম উইকেট। শান্ত ৩৬ বলে ২০ রান করে ফেরেন। এরপর উইকেটে আসেন লিটন দাস।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৬৭ রান। তামিম ৩০ আর লিটন ৭ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য বাংলাদেশের ৩৫ ওভারে প্রয়োজন আর মাত্র ৪২ রানের।
সারাবাংলা/এসএস
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে নাজমুল হোসেন শান্ত