Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজ-নাসুমের ঘূর্ণিতে ১০৮ রানে অলআউট উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২২ ২১:৫১ | আপডেট: ১৩ জুলাই ২০২২ ২৩:১৯

গায়ানায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজকে ১০৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। টস জিতে বোলিং করতে নেমে নাসুম আহমেদ এবং মেহেদি হাসান মিরাজের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। মিরাজ ৪টি আর নাসুম নেন ৩টি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হলেও সেদিন উইকেটের খাতা খুলতে না পারলেও দুর্দান্ত বোলিং করেছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তবে দ্বিতীয় ওয়ানডেতেই উইকেটের ঝুলি খুলে বসেছেন এই স্পিনার। ইনিংসের মাত্র ১৮তম ওভারেই তুলে নেন তিন তিনটি উইকেট। ঝুলিতে পুরেছেন শামারাহ ব্রুকস, শাই হোপ এবং নিকোলাস পুরানকে।

বিজ্ঞাপন

টস জিতে বোলিং করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত কাইল মায়ার্সকে বোল্ড করলে ভাঙে উইন্ডিজের উদ্বোধনী জুটি। এরপর কেবলই নাসুম আহমেদের ঘূর্ণিতে কুপোকাত উইন্ডিজ ব্যাটিং লাইন আপ।

ইনিংসের ১১তম ওভারে বল হাতে এসে প্রথম বলটি ডট দেন মোসাদ্দেক। দ্বিতীয় বলে এক রান নিয়ে মায়ার্সকে স্ট্রাইক দেন শাই হোপ। ওভারের তৃতীয় বলটি গুড লেন্থে আর্ম বল করেন। মায়ার্স সামনের পা বাড়িয়ে রক্ষণাত্মক খেলতে গিয়ে বলের লাইন এবং লেন্থ মিস করেন। বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ৩৬ বলে ১৭ রান করে মায়ার্স ফেরেন উইন্ডিজের দলীয় মাত্র ২৭ রানের মাথায়।

এরপর ১৪তম ওভারে শুরু নাসুম ঘূর্ণিঝড়। ওই ওভারের ৫ম বলে শামারাহ ব্রুকসকে বোল্ড করে ওডিআইতে উইকেটের খাতা খুলেন নাসুম। মাত্র ৫ রান করে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার।

১৮তম ওভারে এসে নাসুমের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি উইন্ডিজের ব্যাটাররা। ওই ওভারের চতুর্থ বলে শাই হোপকে মোসাদ্দেকের তালুবন্দি করেন নাসুম। আউট হওয়ার আগে ৪৫ বলে ১৮ রান করেন হোপ। এরপর শেষ বলে অধিনায়ক নিকোলাস পুরানকে বোল্ড করলে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় উইন্ডিজ। নাসুম ৬ ওভারে ৩ মেডেনে ৯ রান দিয়ে নেন ৩টি উইকেট।

বিজ্ঞাপন

পঞ্চম উইকেটে রুমান পাওয়েল এবং ব্রেন্ডন কিং মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে জুটি লম্বা করতে দেননি শরিফুল ইসলাম। ২৬তম ওভারে পাওয়েলকে মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি করালে ভাঙে ৪৪ বলে ২৪ রানের এই জুটি।

পরের ওভারে বল হাতে এসে ব্রেন্ডন কিংকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন মেহেদি হাসান মিরাজ। ২৭তম ওভারের ৫ম বলটি লেন্থে ফেলেন মিরাজ। কভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বলের লাইন মিস করেন কিং এতেই ভাঙে স্ট্যাম্প। ৪৪ বলে ১১ রানে বোল্ড হয়ে ব্রেন্ডন কিং যখন ফিরছেন উইন্ডিজের স্কোরবোর্ডে রান তখন ৭২। পরের বলে রানআউট হয়ে ফেরেন আকিল হোসেনও। এতেই ৭২ রানে ৭ম উইকেট হারায় ক্যারিবীয়রা।

৩১তম ওভারে বল হাতে এসে ক্যারিবীয়দের আরও বিপদে ফেলেন মিরাজ। ওই ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে যথাক্রমে রোমারিও শেপার্ড এবং আলজারি জোসেপের উইকেট তুলে নেন এই স্পিনার। শেপার্ড ১ বলে ৪ রান করে বোল্ড হন। আর আলজারি জোসেপ প্রথম বলেই স্ট্যাম্পিং হলে ৮৬ রানে ৯ম উইকেট হারায় উইন্ডিজ।

শেষ উইকেটে মোটি এবং কিমো পল মিলে ২২ রানের জুটি গড়লে ক্যারিবীয়রা শতরান পার করে। কিমো পল উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৩৫ ওভারে ১০৮ রানে থামে উইন্ডিজ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ৮ ওভারে ১ মেডেনে ২৯ রান দেন মিরাজ। ১০ ওভারে ৪ মেডেন আর ১৯ রান দিয়ে তিনটি উইকেট নেন নাসুম আহমেদ। এছাড়া একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং মোসাদ্দেক হোসেন।

সারাবাংলা/এসএস

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে নাসুম আহমেদ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর