নাসুমের ঘূর্ণিতে বিপর্যস্ত উইন্ডিজ
১৩ জুলাই ২০২২ ২০:৪৭ | আপডেট: ১৩ জুলাই ২০২২ ২১:৫১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হলেও সেদিন উইকেটের খাতা খুলতে না পারলেও দুর্দান্ত বোলিং করেছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তবে দ্বিতীয় ওয়ানডেতেই উইকেটের ঝুলি খুলে বসেছেন এই স্পিনার। ইনিংসের মাত্র ১৮তম ওভারেই তুলে নিয়েছেন তিন তিনটি উইকেট। ঝুলিতে পুরেছেন শামারাহ ব্রুকস, শাই হোপ এবং নিকোলাস পুরানকে। উইন্ডিজ ৪৫ রানে হারিয়েছে ৪ উইকেট।
টস জিতে ফিল্ডিং করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকত কাইল মায়ার্সকে বোল্ড করলে ভাঙে উইন্ডিজের উদ্বোধনী জুটি। এরপর কেবলই নাসুম আহমেদের ঘূর্ণিতে কুপোকাত উইন্ডিজ ব্যাটিং লাইন আপ।
ইনিংসের ১১তম ওভারে বল হাতে এসে প্রথম বলটি ডট দেন মোসাদ্দেক। দ্বিতীয় বলে এক রান নিয়ে মায়ার্সকে স্ট্রাইক দেন শাই হোপ। ওভারের তৃতীয় বলটি গুড লেন্থে আর্ম বল করেন। মায়ার্স সামনের পা বাড়িয়ে রক্ষণাত্মক খেলতে গিয়ে বলের লাইন এবং লেন্থ মিস করেন। বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। ৩৬ বলে ১৭ রান করে মায়ার্স ফেরেন উইন্ডিজের দলীয় মাত্র ২৭ রানের মাথায়।
এরপর ১৪তম ওভারে শুরু নাসুম ঘূর্ণিঝড়। ওই ওভারের ৫ম বলে শামারাহ ব্রুকসকে বোল্ড করে ওডিআইতে উইকেটের খাতা খুলেন নাসুম। মাত্র ৫ রান করে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার।
১৮তম ওভারে এসে নাসুমের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি উইন্ডিজের ব্যাটাররা। ওই ওভারের চতুর্থ বলে শাই হোপকে মোসাদ্দেকের তালুবন্দি করেন নাসুম। আউট হওয়ার আগে ৪৫ বলে ১৮ রান করেন হোপ। এরপর শেষ বলে অধিনায়ক নিকোলাস পুরানকে বোল্ড করলে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় উইন্ডিজ। নাসুম ৬ ওভারে ৩ মেডেনে ৯ রান দিয়ে নেন ৩টি উইকেট।
এই রিপোর্ট লেখা অবধি উইন্ডিজের সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেটে ৪৬ রান। ব্রেন্ডন কিং ৪ আর রভমান পাওয়েল ০ রানে অপরাজিত আছেন।
সারাবাংলা/এসএস