Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের তৃপ্তির মাঝেই অতৃপ্তি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২২ ২১:০২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের জয়টা বড় স্বস্তিই দিয়েছে বাংলাদেশ দলকে। টেস্ট, টি-টোয়েন্টিতে টানা হারতে থাকা বাংলাদেশ যেন হাফ ছেড়েই বাঁচল! জয়টাও এসেছে বেশ দাপুটে। ৪১ ওভারের ম্যাচে প্রতিপক্ষকে মাত্র ১৪৯ রানে আটকে রেখে পরে ৫৫ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে তামিম ইকবালের দল। তবে এমন তৃপ্তির মাঝে বড় একটা অতৃপ্তিও আছে।

বোলিং ইনিংসের শেষভাগে পরপর চারটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা। ১১০ রানে নবম উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজ ১৪৯ পর্যন্ত যেতে পারল মূলত সেই কারণেই। ক্যাচ ছাড়ার ঘটনা ইদানিং নিয়মিতই ঘটান বাংলাদেশি ফিল্ডাররা। বিষয়টি স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে তামিম ইকবালকে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে হতাশা গোপন করলেন না বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বলেছেন, ‘ভালো দলের বিপক্ষে এই ক্যাচগুলো ছাড়ার মূল্য অনেক বড় হতে পারে। অধিনায়ক হওয়ার পর থেকেই বলছি, এটা নিয়ে আমি চিন্তিত। এটা বন্ধ করতে হবে, কমে আসতে হবে। ক্যাচগুলো ধরলে আমরা হয়তো এই ম্যাচে ১১৫ রান তাড়া করতাম। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে।’

কাল বাংলাদেশের জয়ের পথটা সহজ করেছেন বোলাররা। বৃষ্টিভেজা পিচে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা।

এই জয় ড্রেসিংরুমের পরিবেশ পাল্টিয়েছে বললেন তামিম, ‘সিরিজ শুরুর আগেও বলেছিলাম যে হারতে কখনোই ভালো লাগে না। জিতলে আবহ ভালো থাকে, ড্রেসিং রুমের অবস্থা ভালো থাকে। সেদিক থেকে ভালো লাগছে প্রথম ম্যাচ জিতে।’

বোলারদের প্রশংসায় পঞ্চমুখ তামিম। অধিনায়ক বলেন, ‘বোলাররা যেভাবে বল করেছে…কখনও কখনও এই ধরনের উইকেটে, যেখানে অনেক সহায়তা আছে, বোলাররা বেশি লোভী হয়ে উঠতে পারে। তবে আমরা তা হইনি। এটা জরুরি ব্যাপার ছিল। মিরাজ ও পেসাররা দারুণ বল করেছে। যদিও বল অনেক টার্ন করছিল উইকেটে, এখানেই আমাদের একজন পেসার ৪ উইকেট নিয়েছে। সে মূলত আমাদের ম্যাচে ফিরিয়েছে। সব মিলিয়ে তাই খুব তৃপ্তিদায়ক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর