Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ানডে বলেই আশা দেখছেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২২ ১৮:০৮

মাঠের ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরেছে টাইগাররা। রোববার ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা নিয়ে বেশ আশাবাদী ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এই ফরম্যাটে অনেকদিন যাবতই যে ধারাবাহিকভাবে ভালো খেলছে বাংলাদেশ দল।

২০১৫ সালের বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে দেশে এবং দেশের বাইরে ভালো দল বাংলাদেশ। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে দীর্ঘদিন শীর্ষে থাকা তামিম ইকবালের দল এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে জিতেছে ১২টিতেই। টেস্ট ও টি-টোয়েন্টিতে ফর্মটা ভালো না গেলেও ওয়ানডে সিরিজে তাই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তামিম।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজকে সামনে রেখে গায়ানায় অনুশীলন শুরু করছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে তামিম বলেন, ‘যখন একটা সিরিজে ম্যাচ জিতছেন না তখন সব সময় কঠিন। কিন্তু এটাও মনে রাখতে হবে ওয়ানডেতে আমরা খুব ভাল দল, ভাল খেলে আসছি। তবে যতই ভাল খেলি না কেন নির্দিষ্ট দিনে সব ঠিকঠাক করা লাগবে। এখন পর্যন্ত আমরা হয়তবা ভাল ক্রিকেট খেলতে পারিনি। আপনি টেস বলেন আর টি-টোয়েন্টিতে বলেন। আমরা আশা করছি ১০ তারিখ ভাল কিছু হবে।’

ওয়ানডেতে দলের সেরা ক্রিকেটার সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। বোর্ডের কাছ থেকে বিশ্রাম চেয়ে নিয়েছেন সাকিব। এ প্রসঙ্গ উঠলে তামিম বলেন, ‘খেলোয়াড়দের চোট থাকবে, বিশ্রাম থাকবে। কিন্তু যারা আছে তাদের নিয়ে সেরা একাদশ করতে হবে। আমরা সেই চিন্তায় এগুচ্ছি।’

এদিকে, ওয়ানডে সিরিজের আগে অফ ফর্মের পাশাপাশি প্রাকৃতিও ভোগাচ্ছে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজে প্রচুর বৃষ্টি হচ্ছে। যেটা স্বাভাবিক ভাবেই ভোগাচ্ছে ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

তামিম বলেন, ‘দেখেন অনুশীলন নিয়ে সন্তুষ্ট হওয়ার তো কোন কারণই নাই। আমারও সাত-আটদিন, নয়দিন হয়ে গেছে এখনো ব্যাট করতে পারিনি। আজকেও সুযোগ ছিল এসেছি, দুই বল খেলে শেষ হয়ে গেছে। বৃষ্টিটা তো আমরা অনুমান করতে পারি না। অনুশীলন সেশনগুলো সব শিডিউল করা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবহাওয়ার কারণে এটা হয়নি। আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে।’

সব কিছু ঠিক থাকলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১০ জুলাই।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর