Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩ রানে উইন্ডিজের ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০২২ ০২:২৪ | আপডেট: ৮ জুলাই ২০২২ ০৩:১৩

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে উইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন নাসুম আহমেদ। এরপর চতুর্থ ওভারে মেহেদি হাসান আর ৭ম ওভারে সাকিব আল হাসান উইকেট তুলে নিলে ৪৩ রানে ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলটি ছক্কা হাঁকিয়ে শুরু করেন ব্রেন্ডন কিং। তবে তার আগে ওয়াইড দিয়ে শুরু করেন নাসুম। ওই ওভারের শেষ বলে ব্রেন্ডন কিং মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। কিং ফেরেন ৫ বলে ৭ রান করে।

বিজ্ঞাপন

দুই ওভারের বিরতির পর মেহেদি হাসানের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শামারাহ ব্রুকস সুইপ শট খেললে বল এনামুল হক বিজয়ের তালুবন্দি হয়। এতেই ১২ বলে ১২ রান করে ফেরেন ব্রুকস। উইন্ডিজ ২২ রানে হারায় ২য় উইকেট।

এরপর ৭ম ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। আর এসেই প্রথম বলে ওডিন স্মিথকে তুলে নেন সাকিব। ৪ বলে ২ রান করে স্মিথ যখন ফিরছেন উইন্ডিজের সংগ্রহ তখন মাত্র ৪৩ রান।

এরপর নিকোলাস পুরান এবং কাইল মায়ার্স মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই রিপোর্ট লেখা অবধি উইন্ডিজের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেটে ৫৬ তান। মায়ার্স ২৬ আর পুরান ৪ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর