৪৯ রানে ফিরলেন লিটন, দলীয় সংগ্রহ ছাড়াল একশ
স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০২২ ০১:১৯ | আপডেট: ৮ জুলাই ২০২২ ০১:৪৭
৮ জুলাই ২০২২ ০১:১৯ | আপডেট: ৮ জুলাই ২০২২ ০১:৪৭
ইনিংসের ৬ষ্ঠ ওভারেই দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন ওপেনার লিটন দাস এবং মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে ৪৯ রানের মাথায় ফিরলে আক্ষেপে পুড়েন লিটন দাস।
আফিফ হোসেন উইকেটে আসার পর লিটন দাস জুটি গড়েন। দুর্দান্ত এই জুটিতে ভর করে বড় সংগ্রহের পথেই ছিল বাংলাদেশ। লিটন দাস ৪১ বলে ৩টি চার আর দুটি ছক্কায় ৪৯ রান করে ফেরেন ওয়ালশের বলে। এতেই আক্ষেপে পুড়েন লিটন। ১ রানের জন্য ছুঁতে পারেননি অর্ধশতক।
বাংলাদেশ ৯৯ রানে হারায় ৩য় উইকেট। এরপর মাহমুদউল্লাহ রিয়াদীর সঙ্গে জুটি গড়ার চেষ্টায় আছেন আফিফ হোসেন।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেটে ১২৯ রান। আফিফ ৪৪ আর মাহমুদউল্লাহ ১০ রানে অপরাজিত আছেন।
সারাবাংলা/এসএস