Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের বিদায়ের পর ফিরলেন সাকিবও

স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০২২ ০০:৩৬ | আপডেট: ৮ জুলাই ২০২২ ০১:১৯

ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় এবং লিটন দাস মিলে দারুণ শুরু করেছিলেন। তবে ৫ম ওভারে ব্যাট হাতে আবারও হতাশ করে ফেরেন বিজয়। এতেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন লিটন এবং বিজয়। দ্রুত রান তুলে বাংলাদেশের রান রেট রেখেছিলেন প্রায় ৮। ৫ম ওভারে স্মিথ বল হাতে আসলে তাকে বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানান বিজয়। এক বল ডট দিয়ে তৃতীয় বলে আকিল হোসেনের হাঁতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বিজয়। ১১ বলে ১০ রান করে বিজয় যখন ফিরছেন স্কোরবোর্ডে তখন বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান।

বিজ্ঞাপন

৫ বল বিরতিতে শেপার্ডের বলে স্মিথের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন সাকিব আল হাসানও। আউট হওয়ার আগে ৩ বলে ১ বাউন্ডারিতে ৫ রান করেছেন সাকিব। বাংলাদেশ ৪২ রানে হারায় দ্বিতীয় উইকেট।

পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান। লিটন দাস ২২ আর আফিফ হোসেন ১ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর