Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতেও বৃষ্টির শঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ১৯:০২ | আপডেট: ৭ জুলাই ২০২২ ১৯:০৩

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রায়ই বৃষ্টির সঙ্গে লুকচুরি খেলতে হচ্ছে বাংলাদেশ দলকে। বৃষ্টির উপদ্রব ছিল টেস্ট সিরিজেও। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা তো বৃষ্টির কারণে পণ্ডই হয়ে গেল। বৃষ্টির শঙ্কা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও।

সবকিছু ঠিক থাকলে আজ বুধবার (৭ জুলাই) গায়ানায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। ঠিক এই সময়ে বৃষ্টির আভাস দিচ্ছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। গতকাল সকালে বৃষ্টি হয়েছে, রাতেও ছিল বৃষ্টি।

বিজ্ঞাপন

গতকাল বৃষ্টির ফাঁকে অনুশীলন করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, বৃষ্টির কথা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন তারা।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমতো নেওয়ার চেষ্টা করব। আমরা ইতিবাচকভাবে চিন্তা করব যে ম্যাচটা পুরোপুরি হবে।’

মাহমুদউল্লাহ বলেন, ‘না হলে আমাদের সেটা মানসিকভাবে মানিয়ে নিতে হবে। প্রস্তুত থাকতে হবে। হয়তো ওভার কমতে পারে। ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমাদের সবসময় মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে মানিয়ে নিতে। তারপর পরিস্থিতি যেটাই আসুক আমরা চেষ্টা করব মানিয়ে নিয়ে আমাদের ক্রিকেটটা খেলে যেতে।’

গায়ানার উইকেট তুলনামূলক স্লো। সে হিসেবে একজন পেসার কমিয়ে স্পিনার নাসুম আহমেদকে একাদশে বিবেচনা করার চিন্তা বাংলাদেশ দলের। মাহমুদউল্লাহর কথাতেও পাওয়া গেল তার আভাস।

টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘শেষবার যখন খেলেছি, তখন উইকেট কিছুটা স্লো ছিল। আজকেও দেখে মনে হয়েছে কিছুটা ড্রাই। এখন কালকে উইকেট, কন্ডিশন কেমন থাকবে সেটা দেখতে হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর