আফিফ ফেরায় ভাঙল জুটি
৪ জুলাই ২০২২ ০২:২৬ | আপডেট: ৪ জুলাই ২০২২ ০৩:১২
ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ১৯৪ রানের পাহাড় তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরের ওভারে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশের হাল ধরেছেন সাকিব আল হাসান এবং আফিফ হোসেন।
ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলটি ডাউন দ্যা ট্র্যাকে এসে মিড অফের ওপর দিয়ে উঠিয়ে মারতে গিয়ে ম্যাককয়ের হাতে বল তুলে দিয়ে ফেরেন রিয়াদ। সে সময় স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৩ রান।
এরপর উইকেটে আসেন আফিফ হোসেন। আফিফকে সঙ্গে নিয়ে সাকিব আল হাসানের গড়া জুটি বিপর্যয়ের মুখ থেকে ফিরিয়ে এনেছে বাংলাদেশকে। চতুর্থ উইকেটের জুটি পেরিয়েছে অর্ধশত রান। যদিও এর ভেতর আফিফের অবদানই বেশি। ২৭ বলে ৩৪ রান করে আফিফ শেপার্ডের শিকার হয়ে ফিরলে ভাঙে ৪৪ বলে ৫৫ রানের এই জুটি।
১১তম ওভারের দ্বিতীয় বলটি শর্ট ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে পুরানের গ্লাভসবন্দি হন। বাংলাদেশ ৭৮ রানে হারায় চতুর্থ উইকেট।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেটে ৮০ রান। সাকিব ২১ আর সোহান ১ রানে অপরাজিত আছেন।
সারাবাংলা/এসএস