শুরুতেই লিটন-বিজয়ের বিদায়
৪ জুলাই ২০২২ ০১:৪২ | আপডেট: ৪ জুলাই ২০২২ ০২:২৬
ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন দাস এবং এনামুল হক বিজয়কে হারিয়েছে বাংলাদেশ। ওবেদ ম্যাককয়ের জোড়া আঘাতে ফিরেছেন দুই টাইগার ওপেনার।
১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারটা দেখে শুনেই খেলেন দুই ওপেনার লিটন দাস এবং এনামুল হক বিজয়। তবে দ্বিতীয় ওভার এসেই পা হড়কান লিটন। ওবেদ ম্যাককয়ের করা প্রথম বলটি স্কয়ার লেগ দিয়ে হাঁকাতে চেয়েছিলেন লিটন। তবে ডিপ ব্যাকওয়ার্ডে থাকা ব্রুকসের হাতে বল তুলে দিয়েই ফেরেন লিটন। ১.১ ওভারে দলীয় ৮ রানের মাথায় লিটন দাস ফেরেন ৪ বলে ৫ রান করে।
পরের বলটি ফুল লেন্থে করেন ম্যাককয়। ড্রাইভ খেলতে গিয়ে শরীর আর ব্যাটের মাঝে থেকে যায় বিশাল ফাঁকা। আর সেই ফাঁকা গলিয়ে ব্যাটের কিনারায় বল লেগে বোল্ড হন বিজয়। এতেই মাত্র ৪ বলে ৩ রান করে ফেরেন তিনি। বাংলাদেশ ৮ রানে দ্বিতীয় উইকেট হারায়।
এরপর দলের হাল ধরার চেষ্টা করছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ২.৫ ওভারে ২ উইকেটে ২৩ রান। সাকিব ১ আর মাহমুদউল্লাহ ১১ রানে অপরাজিত আছেন।
সারাবাংলা/এসএস