Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত ম্যাচে ব্যাটিং নিয়ে আক্ষেপ ডমিঙ্গোর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১২:১৯ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১২:২২

বৃষ্টির ফাঁকে দু’দফা খেলা হলো বটে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার মতো সময় দেয়নি আবহাওয়া। বৃষ্টির উপদ্রবে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের ব্যাটিং প্রশ্নবিদ্ধ হয়েছে বারবার। ভুল সময়ে ভুল শট খেলে আউট হয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। হেড কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠে তা নিয়ে হতাশা শোনা গেল স্পষ্টই।

অবশ্য ভীতিকর সমুদ্রযাত্রা ও পর্যাপ্ত অনুশীলন ঘাটতির কথাও উল্লেখ করেছেন বাংলাদেশের হেড কোচ। ডমিঙ্গো বলেন, ‘আমাদের শুরুটা বেশ ভালোই হয়েছিল। কিন্তু এরপর আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। তবে তারা একটা লম্বা ফেরিভ্রমণ করে এসেছে; তার ওপর কাল (পরশু) অনুশীলন করতে পারেনি। সব মিলিয়ে একটু এলোমেলো অবস্থা ছিল। আর আজ (গতকাল) বেশ গরমও ছিল। আমার বিশ্বাস, পরের ম্যাচে ওরা ভালো করবে।’

বিজ্ঞাপন

তবে সমুদ্রযাত্রার বাজে অভিজ্ঞতার মুখে শুধু বাংলাদেশকে যে পড়তে হয়েছে তেমনটা নয়। ওয়েস্ট ইন্ডিজ দলও সমুদ্রপথে সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা এসেছে। ফলে বিষয়টাকে অযুহাত হিসেবে দাঁড় করাতে আপত্তি ডমিঙ্গোর।

বলেছেন, ‘অজুহাত দেওয়ার কিছু নেই। একই ঘটনা ওয়েস্ট ইন্ডিজ দলের ক্ষেত্রেও ঘটেছে। তারাও ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি, আমাদের সঙ্গে তারাও একই ফেরিতে এসেছে।’

ডমিনিকায় বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে খেলা মাঠে গড়িয়েছে ১৩ ওভার। বাংলাদেশ তাতে ১০৫ রান তুলেছে ৮ উইকেট হারিয়ে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুনিম শাহরিয়াররা পুরো ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার মধ্যে সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান দুটি ক্যামিও ইনিংস খেলেছেন।

বিজ্ঞাপন

তবে তারাও আউট হয়েছেন বাজে ভাবে। ডমিঙ্গো বলেন, ‘আমাদের কিছু ছেলে বেশ কয়েক সপ্তাহ খেলায় ছিল না। আফিফ, মাহমুদউল্লাহ—ওরা ভালোমতো অনুশীলনের সুযোগ পায়নি। মাহমুদউল্লাহ তো আমার মনে হয় ওর সর্বশেষ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকায়।’

সাকিব-সোহানের প্রসঙ্গে ডমিঙ্গোর মন্তব্য, ‘ওরা ভালো ব্যাটিং করেছে। তবে সাকিব ভুল সময়ে আউট হয়ে গেছে। ওর কাছ থেকে আমাদের বড় স্কোর দরকার ছিল। সোহানও (নুরুল হাসান) এই সংস্করণে ভালো। ও বিগ হিটার, শক্তিশালী ব্যাটসম্যান। কিন্তু সেও ভুল করে আউট হলো। তার জন্য এটা শেখার একটা দিন। তবু দেখে ভালো লাগছে যে সে ফর্মে আছে।’

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর