আবারও বৃষ্টির হানায় বন্ধ খেলা
স্পোর্টস ডেস্ক
৩ জুলাই ২০২২ ০৩:১০ | আপডেট: ৩ জুলাই ২০২২ ০৩:৩৪
৩ জুলাই ২০২২ ০৩:১০ | আপডেট: ৩ জুলাই ২০২২ ০৩:৩৪
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বৃষ্টি। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে দুইবার হানা দিয়ে খেলা বন্ধ করেছে ডমিনিকার আকাশ। প্রথমে দেরিতে খেলা শুরু হওয়ায় ২০ ওভার থেকে খেলা ১৬ ওভারে নামিয়ে আনা হয়।
৮ম ওভারে খেলা চলাকালীন বৃষ্টির হানায় প্রায় ৩৪ মিনিট খেলা বন্ধ থাকে। এতে ২ ওভার কেটে খেলা ১৪ ওভারে নির্ধারণ করা হয়।
দ্বিতীয়বার বৃষ্টির হানা দেওয়ার আগ পর্যন্ত ১৩ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ ১০৫ রান তোলে।
সারাবাংলা/এসএস