ম্যাচ গড়াতেই ফিরলেন আফিফ, খেলা হবে ১৪ ওভারে
৩ জুলাই ২০২২ ০২:৩৯ | আপডেট: ৩ জুলাই ২০২২ ০৩:১০
ডমিনিকায় বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি কমিয়ে আনা হয়েছে ১৪ ওভারে। প্রথম বৃষ্টির পর মাঠ অপ্রস্তুত থাকায় খেলা শুরু হয় নির্ধারিত সময়েরও প্রায় পৌনে দুই ঘণ্টা পরে। এতেই ম্যাচ কমিয়ে আনা হয় ১৬ ওভারে। পরবর্তীতে বৃষ্টি আবারও হানা দিলে দুই ওভার কমানো হয় ম্যাচে।
বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৮ম ওভারে বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর ৩৪ মিনিট খেলা আবারও শুরু হয়। মাঠে খেলা গড়ানোর প্রথম বলেই ব্রেন্ডন কিংয়ের হাতে বল তুলে দিয়ে ফেরেন আফিফ হোসেন। ২ বলে কোনো রান না করেই ফেরেন আফিফ। এতেই ৬০ রানে ৫ম উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়ের সঙ্গে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফেরেন লিটন দাসও। তবে এর ভেতর ব্যাট হাতে কিছুতা উজ্জ্বলতা ছড়ান সাকিব আল হাসান। তিনি ২৯ রান করে ফেরেন। উইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন হেইডেন ওয়ালস, আর একটি করে উইকেট নেন আকিল হোসেন, রোমারিও শেপার্ড এবং ওবেদ ম্যাককয়।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেটে ৭৫ রান। উইকেটে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৮ এবং নুরুল হাসান সোহান ৪ রানে।
সারাবাংলা/এসএস
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ