মুনিমের পর ফিরলেন বিজয়ও
৩ জুলাই ২০২২ ০১:৩৬ | আপডেট: ৩ জুলাই ২০২২ ০২:০৫
দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া বিজয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে মাঠে নামেন মুনিম শাহরিয়ার। তবে এই জুটি টিকল কেবল তিন বল। মুনিম শাহরিয়ারকে কট বিহাইন্ড করে দিলেন আকিল হোসেন। এরপর সাকিব আল হাসানের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে ফিরলেন বিজয়ও। বাংলাদেশ ৩.৩ ওভারে ৩৬ রানে হারাল ২ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ আক্রমণ শুরু করে বাঁহাতি স্পিনারকে দিয়ে। প্রথম বলটি ডট খেলান আকিল। দ্বিতীয় বলে স্লিপের পাশ দিয়ে খেলে দুই রান পান মুনিম। পরের বলেই ড্রাইভ করার চেষ্টায় কিপারের গ্লাভসে ধরা পড়েন এই বিস্ফোরক ওপেনার।
সেই ওভারের ষষ্ঠ বলে স্ট্রাইক পেয়ে চার দিয়ে টি-টোয়েন্টিতে ফেরা উদযাপন করেন এনামুল হক। সাকিব আল হাসানকে সঙ্গে এগোচ্ছিলেন দারুণ। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি এই জুটিও।
চতুর্থ ওভারের তৃতীয় বলটি রাউন্ড দ্য উইকেট থেকে করতে আসেন ম্যাককয়। লেন্থ বলটি পুরোপুরি ভুল পড়েন বিজয়। এতেই বল গিয়ে আঘাত হানে তার পায়ে। ম্যাককয়ের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দেন। রিভিউ নেন বিজয়। তবে রিভিউতে দেখা মেলে বল ইম্প্যাক্টে পড়ে আঘাত হানে সোজা মিডিল স্ট্যাম্পেই। এতেই মাত্র ১০ বলে ১৬ রান করে ফেরেন বিজয়। এরপর উইকেটে আসেন লিটন দাস।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটে ৪০ রান। উইকেটে আছেন লিটন দাস ৪ এবং সাকিব আল হাসান ১৮ রানে।
সারাবাংলা/এসএস