প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
৩ জুলাই ২০২২ ০০:৫৫ | আপডেট: ৩ জুলাই ২০২২ ০১:৩৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শনিবার (২ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ। ডমিনিকার উইন্ডসোর পার্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বিরূপ আবহাওয়ার জন্য যথা সময়ে শেষ করা যায়নি মাঠ প্রস্তুতের কাজ। আর এতেই ম্যাচ পিছিয়ে যায়।
বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ১0 মিনিটে। এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে কমিয়ে আনা হয়েছে ১৬ ওভারে।
উইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভমান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, রোমারিও শেপার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাককয় এবং হেইডেন ওয়ালস।
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।
সারাবাংলা/এসএস