Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি স্কোয়াডে তাসকিন-মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ১৮:৪০ | আপডেট: ৩০ জুন ২০২২ ১৮:৪৩

টি-টোয়েন্টি দলের সঙ্গে আগে থেকেই অনুশীলন করে যাচ্ছেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। এবার আনুষ্ঠানিকভাবে দুজনকে যুক্ত করা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে।

বৃহস্পতিবার (৩০ জুন) এক বিবৃতিতে টি-টোয়েন্টি স্কোয়াডে তাসকিন ও মিরাজকে দলে অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুজনকে নিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড হলো ১৪ জনের।

ইনজুরি সমস্যা না থাকলে তাসকিনের অবশ্য আগে থেকেই দলে থাকার কথা ছিল। ইনজুরি থেকে সেরে উঠায় স্কোয়াডে নাম উঠল তার। অপর দিকে মেহেদি হাসান মিরাজ টি-টোয়েন্টি দলে যুক্ত হলেন পাক্কা চার বছর পর। ২০১৮ সালের ডিসেম্বরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ।

ইনজুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন শহিদুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি ও সাইফউদ্দিন। তাদের বিকল্প হিসেবেই দলে ডাকা হয়েছে মিরাজ ও তাসকিনকে।

ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার আগেই চোটে ছিটকে যান পেসার শহিদুল। ইয়াসির পিঠের ইনজুরিতে পড়েন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে। অনেকদিন পর দলে ডাক পাওয়া সাইফউদ্দিন ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ জুলাই। ৩ ও ৭ জুলাই মাঠে গড়াবে সিরিজের পরের দুই ম্যাচ।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর